ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কারিনা কাপূর বয়স্ক : বিপাকে পাকিস্তানী অভিনেতা

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ১১:০৪, ২৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১১:১০, ২৩ ডিসেম্বর ২০২৪

কারিনা কাপূর বয়স্ক : বিপাকে পাকিস্তানী অভিনেতা

কারিনা কাপূর খানকে নিয়ে মন্তব্য করে বিপাকে পাকিস্তানী অভিনেতা খাকান শাহনওয়াজ়।

সম্প্রতি পাকিস্তানের একটি অনুষ্ঠানে খাকানের উদ্দেশে এক অনুরাগী বলেন যে, তিনি কারিনার বিপরীতে খাকানকে দেখতে ইচ্ছুক। উত্তরে খাকান বলেন, ‘‘হ্যাঁ, সেটা করতেই পারি। তিনি তো আমার থেকে অনেকটাই বয়সে বড়। তাই আমি তাঁর ছেলের চরিত্রে অভিনয় করতেই পারি।’’ এর পরেই অভিনেতাকে সমাজমাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়। করিনার অনুরাগীদের দাবি, খাকান তাঁকে অপমান করেছেন।  

জাফরান

×