ছবি: সংগৃহিত
"আমার কাছে আমার বউ সবার আগে"
টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের বিষয়ে বেশ কিছু অকপট মন্তব্য করেছেন। রাজ বলেন, "কে কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে আমার বউ সবথেকে আগে।" তিনি আরও জানান, স্ত্রী শুভশ্রী গাঙ্গুলীকে তিনি প্রচণ্ড ভালোবাসেন এবং জীবনের বিভিন্ন পর্বে শুভশ্রীই তাঁর শক্তি হয়ে পাশে থেকেছেন।
ছেলে ইউয়ানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমার মা আমার কাছে ভগবানের মতো। তবে মায়ের পরেই যদি আমি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা হচ্ছে আমার বউ। এমনকি আমার সন্তানদের থেকেও আমার কাছে আমার বউ বেশি প্রায়োরিটি পায়।"
রাজের এই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে। অনেকেই তাঁর এই অকপট ভালোবাসার প্রকাশকে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। তবে রাজ চক্রবর্তী স্পষ্ট করে দিয়েছেন যে তিনি নিজের পরিবার এবং বিশেষ করে স্ত্রীর প্রতি তাঁর দায়বদ্ধতা এবং ভালোবাসা নিয়ে কোনো দ্বিধায় নেই। আমার কাছে আমার বউ সবার আগে
রাজের এই মন্তব্য থেকে স্পষ্ট, তাঁর কাছে ভালোবাসা মানে নির্ভীকভাবে নিজের অনুভূতি প্রকাশ করা, এবং স্ত্রী শুভশ্রী তাঁর জীবনে বিশেষ জায়গা ধরে রেখেছেন।
জাফরান