ছবি: সংগৃহীত
বিবেক পাঙ্গেনি এবং শ্রীজানা সুবেদী ছিলেন এক দুর্দান্ত প্রেমিক জুটি। তাঁদের প্রেমের গল্প আজও হৃদয়কে ছুঁয়ে যায়, কিন্তু মারণরোগ ক্যানসারের কাছে হার মেনে বিবেক চলে গেলেন। দীর্ঘ কষ্টের পর, ১৯ ডিসেম্বর ২০২৪, বিবেকের মৃত্যু হয়। তাঁর এই অকাল মৃত্যু শ্রীজানাকে একা করে দিল। বিবেকের এই অকাল মৃত্যু কাঁদিয়েছে নেটিজেনদের। দম্পতি নেপালের হলেও বাংলাদেশ,ভারত ও পাকিস্তানে তাদের অসংখ্য ভক্তকুল রয়েছে।
শ্রীজানা এবং বিবেক একে অপরকে ছয় বছর প্রেম করার পর বিয়ে করেছিলেন এবং আমেরিকায় নতুন জীবন শুরু করেছিলেন।
বিবেক ছিলেন নেপালের একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারদের সংখ্যা ছিল অসংখ্য। প্রায় দশ বছর আগে শ্রীজানার সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হয়ে প্রেমে পরিণত হয় এবং তারা বিয়ে করেন। ২০২২ সালে বিবেকের মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ে, এবং তারপর থেকে শ্রীজানা তাঁর পাশে দাঁড়িয়ে শক্ত হয়ে ছিলেন।
বিবেকের চিকিৎসার পর, শ্রীজানা তাঁর পাশে ছিলেন, নিজের চুল কেটে সহানুভূতির প্রমাণ দিয়েছিলেন। তবে, বহু চেষ্টা সত্ত্বেও বিবেককে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর মৃত্যু দেশের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া ভক্তদের মধ্যে শোকের ছায়া ফেলে।
এই দুঃখজনক ঘটনায়, তাদের জীবনের সাহসিকতা এবং নিঃস্বার্থ ভালোবাসা এখনো লক্ষ লক্ষ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
নাহিদা