ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তাহলে অল্লু অর্জুনই আসল অপরাধী! ফাঁস হলো নতুন তথ্য

প্রকাশিত: ২২:৩১, ২২ ডিসেম্বর ২০২৪

তাহলে অল্লু অর্জুনই আসল অপরাধী! ফাঁস হলো নতুন তথ্য

ছবি: সংগৃহীত

পুষ্পা খ্যাত বিখ্যাত দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনের বিরুদ্ধে যে পদপিষ্টের ঘটনা ঘটেছে, তা নিয়ে বিতর্কের মধ্যে একটি নতুন ভিডিও সামনে এসেছে। যা ঘটনার নতুন মোড় আনতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।অল্লু অর্জুনের পুলিশকে দেওয়া জবানবন্দিতে অসঙ্গতি লক্ষ করা গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ অল্লু অর্জুনকে থিয়েটার থেকে বের করে নিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছেন, অল্লু পুলিশি অনুমতি ছাড়াই ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন এবং পদপিষ্টের ঘটনার পর থিয়েটার ছাড়তে চাইছিলেন না। পুলিশকেই বাধ্য হয়ে তাকে থিয়েটার থেকে বের করে আনতে হয়।

অন্যদিকে, অল্লু অর্জুন তাঁর বক্তব্যে দাবি করেছেন, থিয়েটার কর্তৃপক্ষ পুলিশি অনুমতি নিয়েছিলেন এবং তার পরেই তিনি থিয়েটারে প্রবেশ করেন। তিনি বলেন, "আমি আইন মেনে চলি এবং যদি অনুমতি না থাকত, তবে আমি থিয়েটারে যেতাম না।"

এদিকে, তেলঙ্গানা পুলিশের ডিজি জানিয়েছেন, সিনেমার প্রচারের থেকে সাধারণ মানুষের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের প্রিমিয়ারে এই পদপিষ্টের ঘটনা ঘটে, যেখানে এক মহিলার মৃত্যু হয় এবং তার আট বছরের সন্তান হাসপাতালে কোমায় রয়েছে।

নাহিদা

×