ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অল্লু অর্জুনের বাড়িতে ভক্তদের বিক্ষোভ,পাথর নিক্ষেপ!

প্রকাশিত: ১৯:৪৮, ২২ ডিসেম্বর ২০২৪

অল্লু অর্জুনের বাড়িতে ভক্তদের বিক্ষোভ,পাথর নিক্ষেপ!

ছবি: সংগৃহীত।

এক দিকে যেখানে 'পুষ্পা ২: দ্য রুল' এর বক্স অফিস সংগ্রহ অবিরাম বাড়ছে, অন্যদিকে ছবির নায়ক অল্লু অর্জুনকে কেন্দ্র করে তীব্র বিতর্ক এবং বিক্ষোভও বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি এমন যে, এখন এই দক্ষিণী অভিনেতার নাম রাজনৈতিক বিতণ্ডায় জড়িয়ে পড়েছে। রবিবার, হায়দরাবাদের জুবিলি হাউসের সামনে অল্লু অর্জুনের বাড়ির কাছে এক দল মানুষ বিক্ষোভ দেখানোর সময় পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অল্লু অর্জুন নিজে তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি বার্তা প্রকাশ করেন। তিনি তাঁর ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন তারা আবেগ নিয়ন্ত্রণে রাখেন এবং কোনও অশালীন মন্তব্য বা আচরণ থেকে বিরত থাকেন। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “আমি আমার সকল ভক্তকে অনুরোধ জানাব তাঁরা যেন দায়িত্বশীলভাবে আবেগ প্রকাশ করেন এবং অনলাইন বা অফলাইনে কোন ধরনের অশালীন আচরণ থেকে বিরত থাকুন।” তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি কোনো ভুয়ো প্রোফাইল থেকে তাঁর ভক্ত সেজে কেউ অশোভন কাজ করেন, তবে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। তিনি তাঁর ভক্তদের প্রতি আবেদন জানিয়ে বলেন, “এ ধরনের পোস্টের সঙ্গে জড়িয়ে পড়বেন না।”

উল্লেখযোগ্য, ৪ ডিসেম্বর হায়দরাবাদের এক সিনেমা হলের প্রিমিয়ারে 'পুষ্পা ২' ছবিটি দেখে বের হওয়ার সময় পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ঘটে। সেই ঘটনায় আহত হন তার নাবালক পুত্রও, যাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা আশঙ্কা করছেন যে, ওই কিশোরের মস্তিষ্ক কার্যত মৃত্যু বরণ করেছে। এই ঘটনার পর অল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল, যদিও পরদিন তিনি জামিনে মুক্তি পান। এরপর তিনি হাত জোড় করে জানিয়েছিলেন যে, তিনি দুর্ঘটনাগ্রস্ত পরিবারটির পাশে আছেন এবং গুরুতর আহত কিশোরের চিকিৎসার সব দায়ভার নেওয়ার জন্য প্রস্তুত।

রবিবার দুপুরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায়, অল্লু অর্জুনের বাসভবন সামনে এক দল মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন। তারা চিকিৎসাধীন কিশোর শ্রী তেজের জন্য বিচার দাবিতে ব্যানার এবং পোস্টার নিয়ে উপস্থিত ছিলেন। তারা কিশোরের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন। সেই সময় তাঁদের স্লোগান দিতে শোনা যায়, এবং অভিযোগ উঠেছে যে কিছু বিক্ষোভকারী পাথর ছুড়েছেন এবং বাড়ির সামনে থাকা ফুলগাছের টব ভাঙচুর করেছেন।

এই পরিস্থিতি যেমন ছবির সাফল্যকে ছাপিয়ে উঠেছে, তেমনি অল্লু অর্জুনের প্রতি বিতর্ক এবং বিক্ষোভের অশনি সংকেতও প্রবল হয়েছে।

নুসরাত

×