ছবি: সংগৃহীত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীর নাম না উল্লেখ করেই অপু বলেন, ‘আমার সন্তান (আব্রাম খান জয়) না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয়, তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না। কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস, আমি একজন সুপারস্টার। এই ইন্ডাস্ট্রিতে আমার ১৭ বছর চলছে। তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না।’
২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন অপু বিশ্বাস পুত্র জয়কে সঙ্গে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে তাদের বিয়ের বিষয়টি স্বীকার করেন। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে।
এরপর, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান গোপনে বিয়ে করেন শবনম বুবলীকে। ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। তবে শাকিবের এই সংসারও টিকেনি এবং তাদের সম্পর্কও ভেঙে যায়।
শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও বুবলী একাধিকবার বিবাদে জড়িয়েছেন। একে অপরকে ইঙ্গিত করে প্রকাশ্যে কিংবা পরোক্ষভাবে বিভিন্ন মন্তব্য করেছেন। এ কারণে শাকিবের দুই স্ত্রীর মধ্যে সম্পর্ক নিয়ে বার বার বিতর্ক সৃষ্টি হয়েছে।
নুসরাত