ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়া ভারতীয় অভিনেত্রীরা: দীপিকা থেকে শ্রদ্ধা

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৪:৫৬, ২২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৪:৫৯, ২২ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়া ভারতীয় অভিনেত্রীরা:  দীপিকা থেকে শ্রদ্ধা

আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়া ভারতীয় অভিনেত্রীরা: আলিয়া ভাট থেকে শ্রদ্ধা কাপুর

চলতি বছর আন্তর্জাতিক অঙ্গনে একাধিক ভারতীয় অভিনেত্রী নিজেদের প্রতিভা ও ব্যক্তিত্বের মাধ্যমে নজর কেড়েছেন। সিনেমা, ফ্যাশন এবং বৈশ্বিক মঞ্চে তাঁদের অসামান্য সাফল্য ভারতের গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দীপিকা পাড়ুকোন

বিশ্ব চলচ্চিত্র ও ফ্যাশন দুনিয়ায় দীপিকা পাড়ুকোনের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কান চলচ্চিত্র উৎসবে বিচারকের আসনে বসে ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করার পাশাপাশি লুই ভিটনের গ্লোবাল অ্যাম্বাসাডর হিসেবে তিনি গ্লোবাল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান দৃঢ় করেছেন।

আলিয়া ভাট

আলিয়া ভাট এ বছর শুধু বলিউডেই নয়, হলিউডেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তার আন্তর্জাতিক সিনেমা হার্ট অফ স্টোন-এ অভিনয়ের পাশাপাশি মেট গালার মতো বিশ্ববিখ্যাত ইভেন্টে যোগ দিয়ে ফ্যাশন ও গ্ল্যামারের নতুন সংজ্ঞা দিয়েছেন।

 

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া বরাবরের মতোই আন্তর্জাতিক মঞ্চে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিটাডেল এবং লাভ এগেইন এর মতো আন্তর্জাতিক প্রজেক্টের মাধ্যমে তার অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন। পাশাপাশি, নিউ ইয়র্ক ফ্যাশন উইক ও বিভিন্ন চ্যারিটি ইভেন্টে তার অংশগ্রহণ তাকে আরও বেশি নজরকাড়া করেছে।

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর এ বছর শুধু ভারতীয় সিনেমায় সাফল্য অর্জন করেননি, তার অনন্য ফ্যাশন স্টাইল ও সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি আন্তর্জাতিক মহলেও সাড়া ফেলেছে।

এই প্রতিভাবান অভিনেত্রীরা নিজেদের কাজের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও প্রতিভাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন, যা সারা বিশ্বের কাছে ভারতের সাফল্যের গল্প পৌঁছে দিচ্ছে।

 

 

 

জাফরান

×