ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নারীর মৃত্যুর খবরে হেসে আল্লু অর্জুন বলেছিলেন, ‘এবার সিনেমা হিট’

প্রকাশিত: ১৪:৩৩, ২২ ডিসেম্বর ২০২৪

নারীর মৃত্যুর খবরে হেসে আল্লু অর্জুন বলেছিলেন, ‘এবার সিনেমা হিট’

আল্লু অর্জুন

‘পুষ্পা ২’ শুধু সফলতাই দেয়নি আল্লু অর্জুনকে। দিয়েছে বিড়ম্বনাও। এরইমধ্যে জেলে যেতে হয়েছে। শোনা যাচ্ছে ফের নাকি হাতকড়া ঘাড়ের ওপর গরম নিশ্বাস ফেলছে। এবার আরও গুঞ্জন। ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে এসে পদপিষ্ট নারীর মৃত্যু সংবাদ শুনে নাকি হেসেছিলেন আল্লু। 

আল্লু অর্জুনের বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তার দাবি, পদপিষ্ট মহিলার মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, “এবার সিনেমা হিট।

 

সংবাদ সংস্থা এএনআইয়ের এক ভিডিওতে তেলেঙ্গানার বিধায়ককে বলতে শোনা যায়, ‘আমি ওই বিখ্যাত ফিল্মস্টারের নাম নিতে চাই না। কিন্তু আমার খবর অনুযায়ী, যখন সেই ফিল্মস্টারকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। দুটি শিশু পড়ে গিয়েছে, একজন মহিলার মৃত্যু হয়েছে, তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি গোটা সিনেমা দেখেন ও যেতে যেতে ভিড়ের দিকে হাত নেড়ে অভিবাদন জানান। এর পর আবার তিনি বার্তা দিচ্ছেন যে সরকার জুলুম করছে… তিনি তো গিয়ে আহতদের খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করেননি।’

এবার মুখ্যমন্ত্রীর অভিযোগের জবাব দিতে সংবাদসম্মেলন করেছেন আল্লু অর্জুন। তার কথায়, “যা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। সত্যি বলছি, কারও দোষ নয়। আমি এখানে কাউকে দোষ দিতে আসিনি। সরকার নয়, পুলিশ নয়। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ সহযোগিতা করার জন্য।”

 

আর কে

×