প্রাক্তন মালাইকা অরোরার পাশে আর্জুন কাপুর, জানালেন সম্পর্ক নিয়ে তার ভাবনা
সম্প্রতি প্রাক্তন সঙ্গী মালাইকা অরোরার বাবার মৃত্যুতে তার পাশে দাঁড়ানোর বিষয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা আর্জুন কাপুর। বিচ্ছেদের পরও মালাইকার মায়ের বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেন তিনি। আরজুন জানান, তাদের অতীত সম্পর্কের আবেগের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এই সিদ্ধান্ত নেন।
রাজ শামানির পডকাস্টে বলেন, নিজের জীবনের ওঠাপড়া, বিশেষত মায়ের মৃত্যু ও বাবা-মায়ের বিচ্ছেদ, তার সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। তিনি সম্পর্ক শুরু করেন ভেবে যে এটি দীর্ঘস্থায়ী নাও হতে পারে।
মালাইকার কঠিন সময়ে পাশে থাকার প্রসঙ্গে জানান, এটি তার স্বাভাবিক প্রবৃত্তি। যেমনটি হয়েছিল ২০১৮ সালে তার সৎমা শ্রীদেবীর মৃত্যুর সময়। তিনি বলেন, "যাদের সঙ্গে আবেগের বন্ধন গড়ে উঠেছে, তাদের ভালো ও খারাপ সময়েই পাশে থাকার চেষ্টা করি। যদি ভালো সময়ে আমন্ত্রণ পাই, তবে খারাপ সময়েও থাকতে চাই।"
আরজুন আরও জানান, কারও অনিচ্ছা থাকলে তিনি দূরে থাকেন, যেমনটি অতীতে করেছেন। তবে আবেগের জায়গা থেকে তিনি পাশে দাঁড়ানোকে গুরুত্বপূর্ণ মনে করেন।
জাফরান