উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলি খান শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে এক চ্যারিটি কনসার্টে সংগীতপ্রেমীদের মন মাতিয়েছেন। “ইকোস অব রেভোল্যুশন” শিরোনামের এই কনসার্ট আয়োজিত হয়েছিল জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের সহায়তায়। কনসার্ট থেকে সংগৃহীত অর্থ ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে, যা শহিদ ও আহতদের পরিবারের জন্য কাজ করছে।
শনিবার বিসিবি পরিচালনা পর্ষদের এক সভায় জানানো হয়, রাহাত ফাতেহ আলি খান বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টেও গান গাইবেন। আগামীকাল (২৩ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ফেস্টে অংশ নিতে তার জন্য চুক্তিবদ্ধ হয়েছে বিসিবি।
বিপিএল মিউজিক ফেস্টে গান গাওয়ার জন্য রাহাত ফাতেহ আলি খান পাবেন ২ লাখ ৮৬ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি ৪০ লাখ টাকা। বিসিবি ইতোমধ্যে এই চুক্তি অনুমোদন দিয়েছে। এ বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, “বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে তিনটি কনসার্টের টাইটেল স্পনসর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। তাদের থেকে প্রাপ্ত ৪ কোটি টাকার প্রায় পুরোটাই রাহাত ফাতেহ আলি খানের পারিশ্রমিক হিসেবে যাবে।”
বিপিএল মিউজিক ফেস্টের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে দর্শকদের জন্য টিকিটের দাম কিছুটা কমানো হচ্ছে। প্রাথমিকভাবে প্লাটিনাম টিকিটের মূল্য ছিল ১২ হাজার টাকা, গোল্ড ৮ হাজার টাকা, সিলভার ৬ হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ৪ হাজার টাকা এবং ক্লাব হাউজ (আপার) টিকিটের মূল্য ছিল ২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, টিকিটের দাম অর্ধেক পর্যন্ত কমানো হতে পারে।
আর্মি স্টেডিয়ামে রাহাত ফাতেহ আলি খানের চ্যারিটি কনসার্ট এবং বিপিএল মিউজিক ফেস্ট, উভয় অনুষ্ঠানই ঢাকার সংস্কৃতিমনা এবং ক্রীড়াপ্রেমী দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠছে। একদিকে সামাজিক কল্যাণ, অন্যদিকে বিনোদনের মিশ্রণে এ আয়োজন দুটির প্রতি ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
জাফরান