ছবি: সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।
উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। শনিবার (২১ ডিসেম্বর) রাতে এই গায়ক বিনা পারিশ্রমিকে আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে মঞ্চ মাতিয়েছেন।
মঞ্চে উঠেই বাংলায় বললেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি।’ আর্মি স্টেডিয়ামের অগণিত দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে গান ধরলেন,‘তু না জানে আস পাস হ্যায় খুদা’।
ফতেহ আলি খান বলেন, পাকিস্তান থেকে তোমাদের ভালোবাসায় চলে এলাম। প্রথমবার আমার ছেলে বাংলাদেশে এসেছে। তাকে নিয়েই শুরু করলাম 'আশ পাশ খুদা'।
এরপর 'সাজনা তেরি বিনা,নিত কেহার মাঙ্গা, ওরে প্রিয়া, তেরি আঁখো কী দড়িয়া কা,তেরে রাশকে কামার' গানে মাতিয়ে তোলেন দর্শকদের। উপমহাদেশের সংগীত কিংবদন্তি নুসরাত ফতেহ আলী খানের ভাতিজা রাহাত তার জনপ্রিয় বিভিন্ন গজলও পরিবেশনা করেন।
যৌথভাবে এ কনসার্টের আয়োজন করেছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম ও স্কাইট্র্যাকার লিমিটেড। কনসার্টে জুলাই–আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের শতাধিক সদস্য উপস্থিত ছিল।
সাইদ