ছবিঃ সংগৃহীত
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে।
রাশমিকা বলেছেন, তিনি এমন একজন সঙ্গী চান, যিনি তাঁর জীবনের প্রতিটি পর্বে তাঁর পাশে থাকবেন, তাঁকে সান্ত্বনা, নিরাপত্তা এবং সহানুভূতি দেবেন। তবে এমনই সব জল্পনার মাঝে ফের চর্চায় উঠে আসছে রশমিকার সাবেক প্রেমিক দক্ষিণী সিনেমার জনপ্রিয় প্রযোজক রক্ষিত শেট্টি নাম। আংটিবদল হওয়ার পর যার সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছিল নায়িকার।
অভিনেত্রীর প্রথম বিয়ে খুব বেশি দিন টেকেনি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম’ সিনেমাতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা। ছবি মুক্তি পাওয়ার পর বিজয় এবং রাশমিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের। অনেকেই মনে করেন, বিজয়ের সঙ্গে সম্পর্ক গাঢ় হওয়ার কারণেই নাকি বিয়ে ভেঙে দেন রাশমিকা। তবে সম্পর্ক নিয়ে রাশমিকা এবং রক্ষিত কেউই মুখ খোলেননি। ফিল্মজগতের একাংশের দাবি, ‘গীত গোবিন্দম’ মুক্তি পাওয়ার পর রাতারাতি সাফল্য পেয়ে যান তিনি। সেই সময় ক্যারিয়ার নিয়েই এগিয়ে যেতে চাইছিলেন তিনি। মতের অমিল হওয়ায় নাকি রক্ষিতের সঙ্গে বিয়ে ভেঙে যায় তার।
বিজয় দেবেরাকোন্ডা সম্পর্কিত গুঞ্জনের বিষয়ে এখনও সরাসরি কিছু বলেননি। তবে, রশ্মিকার মন্তব্য থেকে সম্পর্কের বিষয়ে কিছুটা ধারণা পাওয়া যায়।
জাফরান