.
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। বাংলাদেশের বহু অঞ্চলে স্টেজ শোতে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। তবে এবারই প্রথম তিনি সিলেট ক্যাডেট কলেজের রি-ইউনিয়নে সংগীত পরিবেশন করেছেন।
নবম রি-ইউনিয়নের প্রথমেই রাত দশটায় মঞ্চে ওঠেন কণা। তার নিজের মৌলিক জনপ্রিয় গানগুলো দিয়েই স্টেজ শোতে দর্শককে মাতিয়ে রাখেন। শুরুতেই পরিবেশন করেন তার ও ইমরানের কণ্ঠে ‘পোড়ামন ২’ সিনেমার জনপ্রিয় গান ‘ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব’। প্রথম গান দিয়েই কণা উপস্থিত সকল ক্যাডেটের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। এর পর কণা তার আরও একটি মৌলিক গান ‘রেশমী চুড়ি’ গেয়ে শোনান। পরে কণা ও ইমরানের গাওয়া সবচেয়ে বেশি ভিউ হওয়া শাকিব-বুবলী অভিনীত ‘বসগিরি’ সিনেমার ‘দিল দিল দিল’ গানটি পরিবেশন করেন। এর পর পরই যখন ‘দুষ্টু কোকিল’ গানটি পরিবেশন করেন তখন অন্যরকম উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কণা বলেন, এবারই প্রথম সিলেট ক্যাডেট কলেজে আমার গান গাইবার সুযোগ হলো।
গানে গানে আমি আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করেছি। আমি আমার পারফর্ম্যান্স দিয়ে তাদের শতভাগ মুগ্ধ করতে পেরেছি। এটাই আমার অনেক অনেক ভালোলাগার। ধন্যবাদ সকল ক্যাডেটকে, ধন্যবাদ ওকাস পরিবারকে।