.
রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে চলছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। বাংলদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত এ উৎসবে আজ রবিবার বিকেল ৫টায় দেখানো হবে অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মাসউদ সুমনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ধূসরযাত্রা’। পরিচালক জানান, ‘ধূসরযাত্রা’ চলচ্চিত্রটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বহু পুরস্কারে ভূষিত হয়েছে এবং এর শৈল্পিক গভীরতা ও বিষয়বস্তুর জন্য সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। চলচ্চিত্রটির প্রদর্শনী আমার শিল্পীসত্তার স্বীকৃতি এবং সৃজনশীলতার বিশেষ মূল্যায়ন বলেই আমি বিশ্বাস করি। মাসউদ সুমন মঞ্চ এবং চলচ্চিত্র উভয় মাধ্যমেই তার বহুমুখী প্রতিভার জন্য বিশেষভাবে প্রশংসিত। মঞ্চে তিনি ‘হ্যামলেট’, ‘কঞ্জুস’, ‘রথযাত্রা’, ‘লীলাবতী আখ্যান’, ‘তপস্বী ও তরঙ্গিণী’, ‘আমরা তিনজন’, এবং ‘মাঝরাতের মানুষেরা’ প্রভৃতি উল্লেখযোগ্য প্রযোজনায় অসাধারণ অভিনয় করেছেন। তার চরিত্রায়ণ বারবার সমালোচক ও দর্শকের হৃদয় জয় করেছে। এর মধ্যে অনেকগুলা প্রযোজনা কমার্শিয়ালি সাকসেসফুল এবং তিনি সেখান থেকে সম্মানী পেয়েছেন। ‘এক কাপ চা এবং নারী চলচ্চিত্রে তার অভিনয় দারুণ সাড়া ফেলে। উৎসব চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে আয়োজিত এই উৎসবটি চলচ্চিত্রের গল্প বলার নতুন মাত্রা এবং সৃজনশীলতার ক্ষেত্রে এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে সুপরিচিত।