ছবি: সংগৃহীত।
অনেক সময় এমন পরিস্থিতি দেখা যায়, যেখানে পর্দায় কোনো অভিনেত্রীর বয়স তার চেহারা থেকে বেশি মনে হয়। এর ফলে, সেই অভিনেত্রীর সঙ্গে কাজ করতে চাননি বলিউডের এক জনপ্রিয় নায়ক। যদিও ওই নায়ক নিজেও বয়সে খুব কম নয়; তিনি এখন প্রায় ৬০-এর কাছাকাছি। তবে, তার আচরণে মনে হয় যেন তার বয়স মাত্র ২৫ বছরের কাছাকাছি। এমনকি, উল্টো ঘটনা ভাবাও সম্ভব নয়। কারণ, নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে সাধারণত অভিনেতাদের কাজের সুযোগ কমে আসে।
সম্প্রতি, এক সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
তিনি বলেন, ‘‘এ ধরনের প্রত্যাশা সাধারণত একজন পুরুষের কাছ থেকে আশা করা যায় না। যদি ৩০ বছরের ছোট নায়িকার সঙ্গে কোনো নায়ক পর্দায় প্রেম করেন, তবে তার বয়স নিয়ে তেমন কোনো মন্তব্য করা হয় না। আবার নায়ক যদি একটু মোটা হয়ে যান বা মাথায় চুল কমে যায়, তবে তার নিয়ে কোনো আলোচনা হয় না।’’
এছাড়া, সোনাক্ষী আরও জানান, ‘‘এমনকি আমার চেয়ে বয়সে বড় এক অভিনেতারও দাবি— আমাকে নাকি পর্দায় তার চেয়ে বয়সে বড় দেখতে লাগবে। এ ধরনের মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। এমন মানুষের সঙ্গে আমি কাজই করতে চাই না। নারীদেরই এমন সমস্যার মুখোমুখি হতে হয়। তিনি বলেন, অথচ দিনের শেষে আমরা প্রত্যেকেই শিল্পী। যে অভিনেতার কথা বলছি, তার চেয়ে আমি বয়সে ৪-৫ বছরের ছোট।’’
এদিকে, চলতি বছরের জুন মাসে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। বিয়ের পর তারা মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বেরোনোর সময় তাদের ছবি তোলা হয়েছিল, যা দেখে গুঞ্জন ছড়ায় যে সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা। এই গুঞ্জন নিয়ে সম্প্রতি কথা বলেন সোনাক্ষী। তিনি বলেন, ‘‘আমি অন্তঃসত্ত্বা নই, আসলে আমি কিছুটা ওজন বাড়িয়েছি।’’
নুসরাত