ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

৩ ইডিয়টসের সিক্যুয়েল আসছে!

প্রকাশিত: ১৭:০৭, ২১ ডিসেম্বর ২০২৪

৩ ইডিয়টসের সিক্যুয়েল আসছে!

ছবি: সংগৃহীত

বলিউডে চলছে সিক্যুয়েল জ্বর। ‌‘স্ত্রী’ থেকে ‘সিংহাম’, ‘টাইগার’, ‘গাদার’সহ একাধিক ছবির সিক্যুয়েল ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। আগামীতে আসছে ‘ধুম’, ‘হাউজফুল’, ‘ভাগম ভাগ’ সহ একাধিক ছবির সিক্যুয়েল আসছে।

 

এবার জানা গেল আরও এক খুশির খবর। হিন্দি ছবির অন্যতম দুই জনপ্রিয় এবং আইকনিক ছবি ‘৩ ইডিয়টস’ এবং ‘মুন্না ভাই’র সিক্যুয়েল আসতে চলেছে। আর সেই সুখবর শোনালেন ‘১২ ফেল’ ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়া।

সম্প্রতি বিধু তার একটি ডকুমেন্টারির প্রচারে এসে এই দুই ছবির সিক্যুয়েলের কথা বলেন। বলেন, ‘আমি ২ ইডিয়টস এবং মুন্নাভাই ৩, দুটো ছবিই লিখছি। আর তাছাড়া আমি চেষ্টা করছি যাতে বাচ্চাদের জন্য একটা ছবি বানানো যায়। যদিও এখনও সেই ছবির নাম ঠিক করা হয়নি।’

 

বিধু বিনোদ এদিন আরও বলেন, ‘প্রথমে আমরা ১ থেকে ২ বছর ধরে লিখব, তারপর সেটা থেকে ছবি বানানো হবে। আমার মনে হয় ৩ ইডিয়টস ও মুন্নাভাই ৩ শিগগিরই আসবে।’

সাক্ষাৎকারে বিধু বিনোদ চোপড়া আরও বলেন, ‘আমি এতদিন মুন্নাভাই ও ৩ ইডিয়টসের ২-৩ টি সিক্যুয়েল বানিয়ে ফেলতাম। অনেক টাকা আয় করে ফেলতে পারতাম। বড় গাড়ি, বড় বাড়ি কিনতে পারতাম। কিন্তু এগুলো ভালো ছবি হতো না। ওগুলো নিয়ে কথা বলতে আমার ভালো লাগতো না। কারণ আমি জানতাম আমি অর্থের জন্য কাজে কম্প্রোমাইজ করেছি।'

 

৩ ইডিয়টস এবং ‘মুন্না ভাই ফ্র্যাঞ্চাইজির দুটো ছবি অর্থাৎ লাগে রাহো মুন্নাভাই এবং মুন্নাভাই এমএমবিএস ছবি তিনটিই রাজকুমার হিরানি পরিচালনা করেছেন এবং প্রযোজক ছিলেন বিধু বিনোদ চোপড়া। মুন্নাভাই হিসেবে সঞ্জয় দত্তকে দেখা গিয়েছিল। অন্যদিকে ৩ ইডিয়টস ছবিটিতে আমির খান, আর মাধবন এবং শর্মন যোশী ছিলেন।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

তাবিব

×