ছবি: সংগৃহীত।
‘পুষ্পা ২’ এর উন্মাদনা এখন চরমে। না দেখলে যেন জীবনই অসম্পূর্ণ! ফুলের বদলে এক তরুণী তার প্রেমিকের কাছে ছবিটি দেখার আবদার করেছিল। কিন্তু বেরসিক প্রেমিক রাজি হননি, আর সেই থেকেই ঘটে বিপত্তি। রাগে ও অভিমানে আত্মহত্যার চেষ্টা করেন ‘লায়লা’। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের বেনারসে।
ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহত্যার চেষ্টা করা তরুণী বিএইচইউ-এর ছাত্রী। প্রেমিকের সঙ্গে তীব্র ঝগড়ার পর তিনি হোটেলের তৃতীয় তলা থেকে নিচে লাফ দেন। দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার ব্যাপারে এখনো আশঙ্কা করা হচ্ছে। পুলিশ প্রেমিককে আটক করেছে এবং ঘটনার তদন্ত চলছে।
জানা গেছে, ওই তরুণী ও তার প্রেমিক ঝাড়খণ্ডের ধানবাদ থেকে বেনারসে বেড়াতে এসেছিলেন। তরুণী পুষ্পা রাজ দেখার জন্য তার প্রেমিককে বায়না করেছিলেন, কিন্তু প্রেমিক রাজি না হওয়ায় হতাশ হয়ে তিনি ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেন।
এদিকে, পুষ্পা ২ ইতিমধ্যেই বিশ্বব্যাপী ১৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে গেছে। একের পর এক রেকর্ড ভেঙে যাচ্ছে ছবিটি। সিনেমা হলে এখনও দর্শকদের তুমুল উন্মাদনা চলছে। গত শুক্রবারেও ভারতে ছবিটি ১০০০ কোটি রুপি আয় করেছে, যা তার বিশাল জনপ্রিয়তার প্রমাণ।
নুসরাত