ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ঢাকায় রাহাত ফতেহ আলী খান, মঞ্চ মাতাবেন রাতে 

প্রকাশিত: ১২:৩৬, ২১ ডিসেম্বর ২০২৪

ঢাকায় রাহাত ফতেহ আলী খান, মঞ্চ মাতাবেন রাতে 

রাহাত ফতেহ আলী খান

ঢাকার আর্মি স্টেডিয়ামে আজ (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভল্যুশন’। পাকিস্তানের প্রখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানসহ দেশি-বিদেশি শিল্পীরা এই কনসার্টে মঞ্চ মাতাবেন।  

এ কনসার্টে যোগ দিতে বাংলাদেশে পৌঁছেছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলী খান। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন উপমহাদেশের প্রখ্যাত এ সংগীতশিল্পী। এ সময় তাকে তাকে ফুল দিয়ে গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। পরে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে ওঠেন তিনি।

শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য গঠিত ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এ দেওয়া হবে।  


কনসার্টে রাহাত ফতেহ আলীর সঙ্গে পারফর্ম করবেন জনপ্রিয় দেশি ব্যান্ড চিরকুট, আর্টসেল, আফটারম্যাথ, র‍্যাপার সেজান, হান্নান ও সিলসিলা।  


কনসার্টে গান ছাড়াও থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, এবং ওয়াটার জোনসহ আরও নানা আয়োজন। দর্শকদের জন্য গেট খোলা থাকবে দুপুর ২টা থেকে।  


ভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। সামনের সারির টিকিট ৪ হাজার ৫০০ টাকা এবং সাধারণ টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় রাখা হয়েছে।  


কনসার্ট উপলক্ষে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‍্যাম্পে টোল মওকুফ করা হয়েছে। সেই সঙ্গে জনস্বার্থ বিবেচনায় জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনির গেটও খুলে রাখা হবে। কনসার্টে টিকিটের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট এবং ১০ শতাংশ সম্পূরক শুল্কও মওকুফ করেছে সরকার।  

 

আশিকুর রহমান

×