ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

মা হওয়াটা বোকামি, উত্তেজনার বশে সিদ্ধান্ত নিয়েছিলাম : রাধিকা

প্রকাশিত: ১২:১৮, ২১ ডিসেম্বর ২০২৪

মা হওয়াটা বোকামি, উত্তেজনার বশে সিদ্ধান্ত নিয়েছিলাম : রাধিকা

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে মা হওয়ার পর নিজের অনুভূতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তার মতে, প্রথম সন্তান জন্ম দেয়ার দুই সপ্তাহের মাথায় মাতৃত্বকে বোকামি বলে মনে হচ্ছে। তার ভাষায়, মাতৃত্বের এই যাত্রা কোনো আনন্দের নয়, বরং এক ধরনের বোকামি।

কেন এমন মন্তব্য করছেন রাধিকা? এ ব্যাপারে সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন, "আমি মা হওয়ার সিদ্ধান্তটা গ্রহণ করেছিলাম উত্তেজনার কারণে। কিন্তু তারপরও সিদ্ধান্তটি নিয়ে আমার মধ্যে কিছুটা দ্বিধা ছিল। বাস্তবে, অন্তঃসত্ত্বা হওয়ার সময় যে কতটা কঠিন ও কষ্টকর, তা সবাই জানায় না।"

রাধিকা আরও জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর শরীরে যেসব পরিবর্তন আসে, সেগুলি সম্পর্কে কখনোই তিনি সচেতন ছিলেন না। এ বিষয়ে তিনি বলেন, "মাতৃত্বের এই পথযাত্রা মোটেও সহজ বা আনন্দময় নয়। কিছু মানুষের হয়তো সমস্যা হয় না, তবে সন্তান ধারণ একটি কঠিন বিষয় এবং এর ফলে শরীরে অনেক বড় পরিবর্তন ঘটে।"

অভিনেত্রী ইনস্টাগ্রামে তার সন্তানের সাথে একটি ছবি শেয়ার করে প্রথমবার ভক্তদের জানান মা হওয়ার খবর। ছবিতে দেখা যায়, তিনি তার শিশুকে বুকে নিয়ে ল্যাপটপে কাজ করছেন। ছবির ক্যাপশনে রাধিকা লেখেন, "আমাদের এক সপ্তাহ বয়সী শিশুকে বুকে নিয়ে প্রথম কাজের মিটিংটি সেরে ফেললাম।" তবে, সন্তানের লিঙ্গ সম্পর্কে তিনি কোনো তথ্য দেননি।

২০১২ সালে ব্রিটিশ বেহালাবাদক ও সুরকার বেনেডিক্ট টেলরকে ভালোবেসে বিয়ে করেন রাধিকা। বিয়ের ১২ বছর পর মা হন তিনি।

রাধিকার মাতৃত্ব নিয়ে এমন নেতিবাচক মন্তব্যের পর নেটিজেনদের মধ্যে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, মা হওয়ার পর ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার এবং মাতৃত্ব একসাথে সামলাতে গিয়ে রাধিকা হয়তো হতাশ হয়ে এমন মন্তব্য করেছেন।

নুসরাত

×