ছবি: সংগৃহীত
জনপ্রিয় অভিনেত্রী সাফা কবীর, তানজিন তিশা ও টয়াকে ঘিরে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে চিকিৎসক ও উপস্থাপক আব্দুন নূর তুষার মন্তব্য করেছেন যে, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে তাদের অপমান করা 'ইতরামি' ছাড়া কিছু নয়। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানান তিনি।
তুষার লিখেছেন, "সাফা, টয়া, সুনিধি ও তিশাকে নিয়ে যা শুরু হয়েছে, তা একধরনের ইতরামি। সমাজের বড় চিকিৎসক, মিডিয়ার প্রভাবশালী ব্যক্তিত্ব বা খ্যাতনামা ব্যবসায়ী যদি একইভাবে মাদক গ্রহণ করেন, তাদের বিরুদ্ধে কিছু বলা হয় না। কারণ তারা ক্ষমতাবান। কিন্তু সাধারণ তারকাদের লক্ষ্যবস্তু বানিয়ে অসম্মান করা হয়।"
তিনি আরও লেখেন, "আমি এমন মানুষকে চিনি যারা কেকের মধ্যে গাঁজা মিশিয়ে ‘হ্যাশ ব্রাউনি’ বানিয়ে সেবন করতেন, আবার কেউ দুধে গাঁজা মিশিয়ে খেতেন। এমনকি এক নামকরা চিকিৎসক ‘গাঁজা-ডাল’ একসঙ্গে খেতেন। কিন্তু তাদের নিয়ে কোনো আলোচনা বা সংবাদ প্রকাশ হয় না। তাহলে তারকাদের ক্ষেত্রে এই ভিন্ন মানদণ্ড কেন?"
তুষার জানান, কাউকে অপমান করা শুধু অনৈতিক নয়, মানবাধিকার লঙ্ঘনের শামিল। চিকিৎসার দৃষ্টিকোণ থেকেও এটি অপরাধ। তিনি মাদকের বিরুদ্ধে দীর্ঘদিন কাজ করছেন এবং বিশ্বাস করেন, অপমানের বদলে চিকিৎসা দেওয়া উচিত।
তিনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, অভিযোগের ভিত্তিতে অপমান নয়, বরং সঠিক তথ্য ও মাদক সমস্যার শিকড় তুলে ধরা উচিত।
নাহিদা