সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী আইশা খানকে জিজ্ঞেস করা হয়েছিল, ক্রিকেট এবং প্রেমের মধ্যে মিল কোথায়। এই প্রশ্নের জবাবে আইশা বলেন, মিল খুঁজে পাওয়া আমার জন্য খুবই কঠিন। আমি না পারি প্রেম করতে, না পারি ক্রিকেট খেলতে।
যখন তাঁকে তাঁর ঘনিষ্ঠ বন্ধু সাদিয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন মজার সুরে তিনি জানান, আমি সাদিয়াকে চঞ্চলা নামে ডাকি। আর সাদিয়া আমাকে এ্যাশ বলে ডাকে।
তবে ক্রিকেট এবং প্রেমের মধ্যে মিল সম্পর্কে তাঁর মন্তব্য ছিল দারুণ। আয়শা বলেন, আমার মনে হয়, দুটোতেই অনেক মনোযোগ লাগে। মনোযোগ ছুটে গেলেই সমস্যা। দুটোতেই প্রচুর সময় দিতে হয়। যেমন, ক্রিকেটে প্র্যাকটিস ছাড়া কাজ হয় না, আর প্রেমে সময় না দিলে সম্পর্কও টেকে না।
ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে আইশা বলেন, আমি কখনো কোনো দুষ্টুমি করিনি। স্কুল ফাঁকি দিতাম না। ইন্ডোর গেম, যেমন লুডু খেলতাম। তবে খেলতে গিয়ে নিজের গুটি বাঁচানোর জন্য মাঝে মাঝে একটু চুরি করতাম। এই ধরনের ছোটখাটো মজাই করতাম।
ফুয়াদ