মিডিয়া অঙ্গনে সেলিব্রিটিদের নিয়ে গুজব নতুন কিছু নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তানহা তাসনিয়া এই বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
তানহা বলেন, "মিডিয়াতে রিউমার কার না থাকে? তবে আমার জীবনে সবচেয়ে খারাপ রিউমার হলো, আমি মোটা হয়ে গেছি, আমি প্রেগনেন্ট ছিলাম, এমনকি আমার বাচ্চা আছে এবং আমি তাকে লুকিয়ে রেখেছি। এগুলো পুরোপুরি ভিত্তিহীন।"
তিনি আরও বলেন, "মূলত ছয় মাস আমি অসুস্থ ছিলাম, যার কারণে নিয়মিত ব্যায়াম করতে পারিনি। এ কারণে আমার ওজন বেড়ে গিয়েছিল। তবে এখন আমি আবার নিজের ওজন নিয়ন্ত্রণের জন্য কাজ করছি। আর বাচ্চা কি লুকিয়ে রাখা যায়? এটা কি আসলেই সম্ভব?"
তানহা তানিয়া মিডিয়ার ভিত্তিহীন গুজব এবং ব্যক্তিগত জীবনে এ ধরনের খবরের বিষয়ে এ মন্তব্য করেন।
ফুয়াদ