ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

আমি এতটাই সুন্দরী যে আমাকে কেউ নোটিস করবে না এটা অসম্ভব

প্রকাশিত: ১৬:৩২, ২০ ডিসেম্বর ২০২৪

আমি এতটাই সুন্দরী যে আমাকে কেউ নোটিস করবে না এটা অসম্ভব

অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের পছন্দ অপছন্দ, ব্যক্তিগত জীবন ও সমসাময়িক নিয়ে কথা বলেছেন কাজলরেখা খ্যাত অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। 

সাক্ষাৎকারে প্লাস্টিক সার্জারি করানো হয়েছে কি না কখনো জানতে চাইলে অভিনেত্রী বলেন, আমি আসলে এতটা সুন্দর যে আমার মনে হয় প্লাস্টিক সার্জারি করলে বরং ঈশ্বর আমার ওপর রাগ হবেন। আমি নিজেকে আয়নায় অনেক দেখি। 

কাভি খুশি কাভি গাম এর কারিনা কাপুরের চরিত্রের সাথে অভিনেত্রীর বাস্তব জীবনে মিল রয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, আমার জীবনে কখনো এমন হয় নি যে আমাকে কেউ এটেনশন দেয় নি। আমি যখন যেখানে গিয়েছি এটেনশন পেয়েছি। এমনকি নিউইয়র্কের মতো সিটিতে ও রাস্তায় হাঁটলে মানুষ আমার দিকে তাকিয়ে থাকে।

তিনি আরও বলেন, আমি যদি ছেলে হতাম তাহলে জয়া আহসানকে আমার কাছে রেখে দিতাম। 

অভিনেত্রীর আরও জানান, তিনি জীবনে প্রথম প্রেমপত্র পেয়েছিলেন ক্লাস টু তে।

উল্লেখ্য, তিনি ২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা নাচিয়ে’তে অংশ নিয়ে হয়েছিলেন রানার্স আপ। এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করে আসছিলেন। গিয়াস উদ্দিন সেলিমের নির্মানে  ‘কাজল রেখা’র মাধ্যমে পেয়েছেন খ্যাতি। এর পর যুক্ত হয়েছেন ‘নীল চক্র’-তে।

ইসরাত

×