ছবিঃ সংগৃহীত
শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও হিরো আলম ও রিয়া মনির সমালোচনার মুখে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার খুনিয়াদিঘি শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তার সঙ্গী রিয়া মনি। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাণীশংকৈলের নেকমরদ ওরশ মেলায় অংশগ্রহণ শেষে হিরো আলম ও রিয়া মনি স্মৃতিস্তম্ভের ওপর জুতা পরে একটি টিকটক ভিডিও ধারণ করেন। ঘটনাস্থলে উপস্থিত দর্শকরা তাদের কর্মকাণ্ড মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। মুক্তিযুদ্ধের স্মারক শহীদ স্মৃতিস্তম্ভের প্রতি এই ধরনের অসংবেদনশীল আচরণকে অনেকেই জাতির জন্য অপমানজনক বলে মনে করছেন।
স্থানীয়রা দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সচেতনতার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে হিরো আলমের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
জাফরান