ছবি: সংগৃহীত
সম্প্রতি বলিউড তারকা রণবীর কাপুর নীতেশ তিওয়ারির পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাটিতে তিনি রামের চরিত্রে অভিনয় করছেন। তবে এই কাস্টিং নিয়ে আপত্তি তুলেছেন টেলিভিশন তারকা মুকেশ খান্না। তিনি রণবীর কাপুরকে নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন, যা নিয়ে ইতোমধ্যেই বলিউডে আলোচনা শুরু হয়েছে।
মুকেশ খান্না, যিনি ‘শক্তিমান’ টেলিভিশন সিরিজের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন, আগেও রণবীর সিংকে নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন। এমনকি ‘শক্তিমান’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তিনি রণবীর সিংকে অনুমতি দেননি। এবার রণবীর কাপুরকে রামের চরিত্রে দেখতে আপত্তি জানিয়েছেন তিনি।
মুকেশ খান্নার মতে, রাম চরিত্রে এমন কাউকে নির্বাচন করা উচিত, যিনি বাস্তব জীবনে রামের মতো ব্যক্তিত্ব ধারণ করেন। তিনি বলেন, “রামের চরিত্রে অভিনয় করতে হলে পার্টি করা, মদ খাওয়া সব বন্ধ করতে হবে। একজন লম্পট বা ছ্যাঁচড়া প্রকৃতির কেউ রামের ভূমিকায় মানানসই নয়। নির্মাতাদের কাস্টিং নিয়ে আরও সতর্ক হওয়া উচিত।”
এরপর প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমার উদাহরণ টেনে মুকেশ বলেন, “প্রভাসের মতো বড় তারকাও রামের চরিত্রে গ্রহণযোগ্য হননি, কারণ তার চেহারায় রামের প্রতিচ্ছবি মেলে না। একইভাবে রণবীর কাপুর, যিনি সম্প্রতি ‘অ্যানিম্যাল’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন, তাকে রামের ভূমিকায় দেখা দর্শকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করতে পারে।”
মুকেশ খান্নার এই মন্তব্য বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
নাহিদা