ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

পরীমণির সিঁথিতে সিঁদুর, কীসের ইঙ্গিত!

প্রকাশিত: ২১:৪২, ১৯ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:৪৩, ১৯ ডিসেম্বর ২০২৪

পরীমণির সিঁথিতে সিঁদুর, কীসের ইঙ্গিত!

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা,ওয়েব দুনিয়াতেও  লিখিয়েছেন নাম,একের পর এক হিট সিনেমা।কী নেই পরীমণির?

 

ফেলুবক্সী’ সিনেমা দিয়ে এবার ওপার বাংলায় দেখা যাবে পরীমণিকে। সিনেমা মুক্তির আগেই ভিন্নভাবে দেখা গেল পরীকে। সিঁথিতে সিঁদুর দিয়ে ছবি পোস্ট করে আলোচনায় নায়িকা। মূলত সিনেমার প্রচারণার অংশ এটি।

আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘ফেলুবক্সী’ সিনেমাটি। তার সিনেমার আগে প্রচারণা চলছে। আর এবার প্রচারণার অংশ হিসেবে সামনে এলো ‘ফেলুবক্সী’ সিনেমায় পরীমণির লুক। সিনেমায় পরীর চরিত্রের নাম লাবণ্য। সম্প্রতি পরীমণি তার ফেসবুক পেজে ‘ফেলুবক্সী’র পোস্টার শেয়ার করেছেন। সেখানে পরীকে মূলত সিনেমাটির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এই নায়িকাকে। 

 

ফুয়াদ

×