ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

মনজুরুল ইসলাম ও প্রিয়াঙ্কা গোপের গজলসন্ধ্যা

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ১৯ ডিসেম্বর ২০২৪

মনজুরুল ইসলাম ও প্রিয়াঙ্কা গোপের গজলসন্ধ্যা

দেশের খ্যাতিমান দুই সংগীতশিল্পী। একজন হলেন মনজুরুল ইসলাম খান ও অন্যজন প্রিয়াঙ্কা গোপ। দেশের শাস্ত্রীয় সংগীতকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুজনই অসামান্য অবদান রেখে চলেছেন। ঢাকায় অবস্থিত ফরাসি ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রে এ দুই শিল্পীর গজল সন্ধ্যার আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ। খবরটি নিশ্চিত করেছেন অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার প্রোগ্রাম অফিসার মোঃ মামুন অর রশিদ। তিনি জানান, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রের লা গ্যালারিতে এই সুরেলা আয়োজন বসবে। যা সবার জন্য উন্মুক্ত থাকবে।
সংগীতশিল্পী মনজুরুল ইসলাম দেশের মূলধারায় সংগীত ও সেমি ক্লাসিকাল সংগীতের শীর্ষস্থানীয় শিল্পী। ছায়ানট থেকে সংগীত সম্পন্ন করার পরে ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ও ভারতের প্রথিতযশা সংগীত গুরুদের কাছে বিভিন্ন পর্যায়ে তালিম গ্রহণ করেন। বর্তমানে ফরাসি ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের শাস্ত্রীর সংগীত বিভাগের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।
অন্যদিকে ডঃ প্রিয়াঙ্কা গোপ সংগীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে সর্বোচ্চ ডিগ্রী গ্রহণ করেন। ভারতের প্রথিতযশা ওস্তাদ অরুন ভাদুড়ীর কাছে শাস্ত্রীয় সংগীত শিক্ষাসহ ফাল্গুনী মিত্র ও উর্মি গুপ্তের কাছে সরাসরি তালিম গ্রহণ করেছেন। ডঃ প্রিয়াঙ্কা গোপ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

×