ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

অনিশ্চিত লোক ও উচ্চাঙ্গ সংগীত উৎসব

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২০:৫১, ১৯ ডিসেম্বর ২০২৪

অনিশ্চিত লোক ও উচ্চাঙ্গ সংগীত উৎসব

পাঁচ বছর পর ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আন্তর্জাতিক লোকসংগীত উৎসব। কিন্তু অনিশ্চিত হয়ে পড়েছে এই উৎসব। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে বেঙ্গল ফাউন্ডেশন উচ্চাঙ্গ সংগীত আসর আয়োজনের সময় পিছিয়ে দিয়েছে। এ কারণে শুদ্ধ সংগীতের এই আসর কবে হবে সেটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শেষবার ২০১৮ সালে আয়োজনটি হয়েছিল। ষষ্ঠ আসরের সব আয়োজন এবং দেশী-বিদেশী শিল্পীদের সঙ্গে আলাপও চূড়ান্ত হয়ে গিয়েছিল, তখনই জানা গেল উৎসবটি নির্দিষ্ট সময়ে হচ্ছে না।          
এদিকে লোকসংগীতের আসর হবে জেনে উচ্চাঙ্গসংগীত আয়োজনের প্রস্তুতি নিয়েছিল বেঙ্গল ফাউন্ডেশন। আর্মি স্টেডিয়াম ভেন্যু চেয়ে আবেদনও করেছিল কর্তৃপক্ষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তারা আয়োজনটি পিছিয়ে নিয়েছে। নতুন কোনো তারিখও জানানো হয়নি। বিভিন্ন সূত্রে খবর মিলছে, আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ প্রথমে অনুমোদন দিয়েও সম্প্রতি সেটি বাতিল করে। যদিও বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য সংশ্লিষ্টদের কাছে মেলেনি।
বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, এ নিয়ে এখন কোনো মন্তব্য করব না। এই আয়োজন আমরাই স্থগিত করেছি। নতুন তারিখ নির্ধারণ হলে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, আর্মি স্টেডিয়ামে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার উদ্দেশ্যে ইকোস অব রেভ্যুলেশন শিরোনামে কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১ ডিসেম্বর। সেখানে গাইবেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

×