সংগৃহীত ছবি।
বলিউড বাদশা শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী খান, বলিউডের অন্যতম প্রভাবশালী ‘পাওয়ার কাপল’। তিন সন্তান নিয়ে তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন, তবে তাদের সম্পর্কের শুরুটা সহজ ছিল না। গৌরীর বড় ভাই, বিক্রান্ত ছিব্বড়, শাহরুখকে একদম সহ্য করতে পারতেন না এবং তাকে খুন করতে চাইতেন। এ তথ্য সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
গৌরী, যিনি একটি সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তার মুসলিম প্রেমিক শাহরুখের সঙ্গে সম্পর্ক শুরু করলে তার পরিবার প্রথমে তা মেনে নিতে পারেনি। প্রথমে শাহরুখ হিন্দু নাম নিয়ে গৌরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, তবে পরে বিষয়টি ফাঁস হয়ে যায়। শেষ পর্যন্ত গৌরীর প্রেমের প্রতি শ্রদ্ধা রেখে পরিবারের সবাই তাকে গ্রহণ করতে বাধ্য হয়। তবে গৌরীর ভাই, বিক্রান্ত, শুরু থেকেই শাহরুখকে অপছন্দ করতেন।
গৌরী এক সাক্ষাৎকারে বলেন, “আমার ভাই খুব ভালো মানুষ, উদার চিন্তাধারার। তবে শাহরুখকে দেখলেই তার মুখ রাগে লাল হয়ে যেত। আসলে বিক্রান্ত আমাকে নিয়ে খুব পজেসিভ ছিল। মনে মনে সে কতবার শাহরুখকে মারার চিন্তা করেছিল, তার কোনো হিসাব নেই।”
এদিকে, শাহরুখ কখনোই গৌরীর ভাইয়ের এ আচরণে প্রতিক্রিয়া দেখাননি। বিক্রান্ত তাকে মারার হুমকি দিলেও, কিং খান শান্ত থাকতে পেরেছিলেন। গৌরী জানিয়েছেন, শাহরুখকে তার পরিবারের কাছে গ্রহণ করতে প্রায় ৪ বছর সময় লেগেছিল। তবে শেষে প্রেমের জয় হয়েছিল এবং আজ তারা এক সুখী পরিবারের সদস্য।
নুসরাত