ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

শাশুড়ির হাত ধরতে এগিয়ে গেলো আলিয়া, তারপরেই যা ঘটল...

প্রকাশিত: ১৫:১১, ১৯ ডিসেম্বর ২০২৪

শাশুড়ির হাত ধরতে এগিয়ে গেলো আলিয়া, তারপরেই যা ঘটল...

সংগৃহীত ছবি।

গত ১৪ ডিসেম্বর, কিংবদন্তি রাজ কাপুরের ১০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে কাপুর পরিবারের পক্ষ থেকে এক নজরকাড়া অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে সেলিব্রিটিদের একপ্রকার ঢল নেমেছিল। রাজ কাপুর ফিল্ম ফেস্টিভ্যালের এই অনুষ্ঠানে বলিউডের প্রায় সব তারকাই আমন্ত্রিত ছিলেন, এবং বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। পুরো কাপুর পরিবারই এই ইভেন্টের ‘হোস্ট’ হিসেবে উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠান থেকে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তবে একটি বিশেষ ভিডিও এখনো ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, রণবীর কাপুর এবং আলিয়া ভাট রেড কার্পেটে পাশাপাশি হাঁটছেন। হঠাৎ রণবীর কিছু বলার পর, আলিয়া তৎক্ষণাৎ পিছনে ফিরে শাশুড়ি নীতু কাপুরকে ডাকতে ছোটেন। কিন্তু এরপর যা ঘটে, তা নিয়ে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, আলিয়া "মা" বলে ডেকে হাত বাড়ালেও, নীতু কাপুর পুরোপুরি উপেক্ষা করেন। এরপর, আলিয়া দ্রুত নীতুর পাশে গিয়ে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দেন। শাশুড়ি ও বৌমার এই আচরণে নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করতে শুরু করেছেন, যদিও নীতুর এমন আচরণের কারণ এখনো স্পষ্ট নয়।

তবে, আলিয়া ও নীতুর সম্পর্ক নিয়ে অতীতে বিশেষ কোনো বিতর্ক কিংবা গুঞ্জন শোনা যায়নি। বরং এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন যে, কাপুর পরিবারের সদস্যদের মধ্যে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন নীতু কাপুরকে। এমনকি, রণবীর কিংবা রাহার থেকেও শাশুড়িকে তিনি বেশি কাছে অনুভব করেন। তাহলে কি নীতুর আচরণের পেছনে কিছু বিশেষ কারণ রয়েছে, নাকি এটি কেবল এক সামান্য ভুল বোঝাবুঝি? এ নিয়ে অনেকেই মন্তব্য করছেন, তবে পুরো ঘটনার পেছনে কোনো গভীর রহস্য রয়েছে কিনা, তা সময়ই বলবে।

নুসরাত

×