ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

ওজন নিয়ে ট্রলের শিকার ঐশ্বরিয়া!

প্রকাশিত: ১২:২৫, ১৯ ডিসেম্বর ২০২৪

ওজন নিয়ে ট্রলের শিকার ঐশ্বরিয়া!

সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই। এক সময় নিজের সৌন্দর্য দিয়ে দর্শক মাত করেছেন। এখন বয়স হয়েছে। তবু সৌন্দর্য ফুটিয়ে তুলতে তার জুড়ি মেলা ভার।  সন্তানধারণের পরে ওজন বৃদ্ধি পেয়েছিল ঐশ্বরিয়ার। তার জন্য  শিকার হতে হয় ট্রলের।

 ২০১১ সালে ঐশ্বরিয়ার কোলজুড়ে আসে আরাধ্যা। ঐশ্বরিয়া জানিয়েছেন, কটাক্ষ তার উপর কোনও প্রভাব ফেলতে পারছে না। অভিনেত্রী বলেছেন, আমি বিরক্ত হইনি। সাধারণত বাস্তবে যা ঘটে থাকে, আমি আমার কন্যার সঙ্গে সেই ভাবেই সময় কাটাচ্ছিলাম। কিন্তু মানুষ নাটকীয়তা পছন্দ করে। সাধারণ বিষয় হয়তো পছন্দ হয়নি।

সন্তানধারণের পরে সাধারণত ওজন বৃদ্ধি হয়েই থাকে। অভিনেত্রীরা চান, সন্তান জন্মের পরই দ্রুত ওজন ঝরিয়ে ফেলে কাজে ফিরতে। কিন্তু, এই দৌড়ে ছিলেন না ঐশ্বরিয়া। এই বিষয়টিই উদ্বুদ্ধ করেছিল অন্য নারীদেরও। মাতৃত্ব পর্বে সাধারণ জীবনযাপনের জন্য তারা ঐশ্বরিয়াকে কুর্নিশ জানিয়েছিলেন।

অভিনেত্রী সাক্ষাৎকারে জানান, বহু নারী ঐশ্বরিয়াকে সেই সময়ে বলেছিলেন, আপনি আমাদের অনেকটা আত্মবিশ্বাস ও সাহস জুগিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 

অভিনেত্রী জানিয়েছিলেন, সন্তানধারণের পরে ওজন বৃদ্ধির বিষয়টিকে তেমন গুরুত্বই দেননি তিনি। তার কাছে এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা।

২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির সময় ঐশ্বরিয়ার প্রেমে পড়েন অভিষেক বচ্চন। তার পরের বছরেই প্রেম পরিণতি পায়। ধূমধাম করে বিয়ে করেন তারা। ২০১১ সালে আরাধ্যা আসে তাদের সংসারে।

শিগগিরই বড় পর্দায় ফিরবেন তিনি।

এসআর

×