ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

বিয়ের জন্য একটু লম্বা ছেলে পছন্দ এই অভিনেত্রীর !

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ১১:২৮, ১৯ ডিসেম্বর ২০২৪

বিয়ের জন্য  একটু লম্বা ছেলে পছন্দ  এই অভিনেত্রীর !

ছবি: ববি হক

ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে পথচলা এই নায়িকার। শুরুটা মডেলিং দিয়ে হলেও পরবর্তীতে ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দায়। কিন্তু এর বাইরেও নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে অনুরাগীদের; বিশেষ করে, ববির বিয়ে নিয়ে।বিয়ের জন্য  একটু লম্বা ছেলে পছন্দ।

একপর্যায়ে বিয়ে প্রসঙ্গ নিয়ে আলাপে আসেন ববি। বিয়ের জন্য পাত্র হিসেবে কেমন মানুষ চান, এমনটাই জানিয়ে দেন তিনি। ববির কথায়, ‘প্রথমত তাকে মানুষ হতে হবে, তার মধ্যে মানুষ্যবোধটা থাকতে হবে। আমার প্রাধান্য দেবে, আমাকে বুঝবে। গায়ের রং নিয়ে আপত্তি নেই। আমি এটা নিয়ে কখনও আপত্তি করি না, এটা খুবই অপছন্দ। যখন জিজ্ঞাসা করে, ‘সাদা-কালো’ বিষয়টা খুব অপছন্দ করি। আমার একটু লম্বা মানুষ পছন্দ, আমার বাবাও লম্বা ছিলেন।’

জাফরান

×