ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

কীসের ভয়ে শুটিং থেকে পিছপা আমিরের?

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮, ১৯ ডিসেম্বর ২০২৪

কীসের ভয়ে শুটিং থেকে পিছপা আমিরের?

আমির খান। সংগৃহীত ছবি।

বলিউডের পর্দায় ‘রামায়ণ’ তৈরি করে বিপাকে পড়েছিলেন পরিচালক ওম রাউত। বিতর্কের ঝড়ে বক্স অফিসে ডুবেছিল তরী। একেবারে ডাহা ফ্লপ প্রভাস, কৃতী স্যাননের রামায়ণ। এখন অবশ্য রণবীর কাপুর ও সাঁই পল্লবীকে নিয়ে নতুন ‘রামায়ণ’ তৈরি করছেন পরিচালক নীতিশ তিওয়ারি। তবে এ গল্প রামায়ণের নয়, বরং আমির খানের মহাভারতের।

গপ্পোটা হল, বহুদিন ধরেই বলিউডে শোনা যাচ্ছিল, আমির খান নাকি তার প্রযোজনা সংস্থার হাত ধরেই বলিপর্দায় নিয়ে আসছেন মহাভারত। এমনকী, ছড়িয়েও পড়েছিল আমিরের মহাভারতের কাস্টিং। যেখানে ভীস্ম অমিতাভ, ঋত্বিক অর্জুন এবং দৌপ্রদী ঐশ্বর্য এবং খোদ আমির নাকি কৃষ্ণ হবেন বলে শোনা গিয়েছিল। তবে আমিরের দিক থেকে এই ছবি নিয়ে সেভাবে কখনই মন্তব্য কানে আসেননি। তবে এবার মহাভারত নিয়ে মুখ খুললেন আমির খান।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির জানান, মহাভারত আমার ড্রিম প্রোজেক্ট। বহুদিন ধরেই এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করে চলেছি। খুব বড়মাপের ছবি তৈরি করতে হবে। সেই কারণেই সময় নিচ্ছি। একটাই ভয় যদি কিছু ভুল হয়ে যায়। কেননা, মহাভারত আমদের আত্মা, আমাদের রক্তে রয়েছে। তাই এই ছবি তৈরি করার সময় কোনও ভুল করা যাবে না।

আমির আরও বলেন, আমি এমন ছবি তৈরি করতে চাই। যা গোটা ভারতবর্ষকে গর্বিত করবে। সেই কারণেই অনেক সময় নিতে চাই।”

গৌতম / নুসরাত

×