.
প্রদর্শনালয়ের দেয়ালজুড়ে ঝুলছে বিচিত্র বিষয়ের চিত্রকর্ম। আর বৈচিত্র্যময় বিষয়নির্ভর ছবিগুলো এঁকেছে একঝাঁক খুদে চিত্রকর। জলরং, অ্যাক্রেলিক, পেন্সিলসহ বিবিধ মাধ্যমের আশ্রয়ে তারা সাজিয়েছে ক্যানভাস। সেসব চিত্রপটের কোনোটিতে উঠে এসেছে গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। সেথায় নদীর ধারে সবুজের আভায় বৃক্ষের ছায়ায় ঢাকা কুঁড়েঘরের দেখা মেলে। কোনো ক্যানভাসে আবার দৃশ্যমান হয়েছে নগর জীবনের চালচিত্র। কারও চিত্রপটে উদ্ভাসিত হয়েছে শ্রমজীবী মানুষের দিনলিপি। কেউ বা এঁকেছে প্রিয় কোনো মানুষের মুখচ্ছবি। এর বাইরে অনুভবের জগত থেকে সৃষ্ট শিশু মনের কল্পনা আশ্রিত চিত্রকর্মের দেখা মেলে। সোনামণিদের আঁকা এসব ছবি নিয়ে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে প্রদর্শনী। কর্মশালার মাধ্যমে সৃজিত চিত্রকর্মে সজ্জিত শিল্পায়োজনটির শিরোনাম ‘কালার রাইমস’।
সম্প্রতি ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের আয়োজনে সম্প্রতি খুদে শিল্পীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালাটির সমন্বয় করেন তরুণ চিত্রশিল্পী সারাহ জেবিন। একইসঙ্গে প্রদর্শনীটির কিউরেট করেছেন এই শিল্পী। আয়োজনটি প্রসঙ্গে তিনি জনকণ্ঠকে বলেন, মূলত চিত্রকর্ম সৃজনে শিশুদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। শিশুদের সঙ্গে কিছু তরুণকেও সংযুক্ত করা হয় কর্মশালায়। এসব অংশগ্রহণকারীকে নানা মাধ্যমের প্রয়োগে ছবি আঁকার করণকৌশল শেখানো হয়। পাশাপাশি চিত্রকর্মের বিষয় সম্পর্কেও ধারণা দেওয়া হয়। নিজস্ব কল্পনার আশ্রয়ে ছবি আঁকার বিষয়েও উৎসাহ দেওয়া হয়। সেই কর্মশালারই সৃজনশীলতা ও শৈল্পিক অন্বেষণের ফসল এই প্রদর্শনী।
প্রদর্শনীটির মাধ্যমে শিল্পকর্মের বৈচিত্র্যময়তা উপস্থাপিত হয়েছে। চিত্রকর্মের বিষয় থেকে রূপ, রং ও কৌশলে ধরা দিয়েছে এই ভিন্নতা। প্রদর্শনীর কাজগুলোয় শৈশবের বিস্ময় থেকে কল্পনার ভুবনকে ধারণ করে অনন্য দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
প্রদর্শনীতে মূলত চার থেকে ১২ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের কাজ দেখানো হয়েছে। এই খুদে শিল্পীরা তাদের চারপাশের চেনা জগত, দেশের গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক, পারিবারিক মুহূর্ত এবং প্রকৃতিতে ছড়িয়ে থাকা নানা অনুষঙ্গ চিত্রায়নে সর্বোচ্চ সৃজনশীলতার প্রয়োগ করেছে।
শিল্পকর্মসমূহে উঠে এসেছে গ্রামের মেলা থেকে আইফেল টাওয়ার, ফুল, পাখি, নদী, নৌকা প্রভৃতি। প্রতিটি শিল্পকর্মে মিশে রয়েছে শৈশবের সরলতা ও সৌন্দর্য।
সব মিলিয়ে ২৯ জন প্রতিভাবান শিশু শিল্পীর কাজ ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে। আগামী ২১ ডিসেসম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
‘দ্য ম্যান আউট সাইড’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ॥ ঢাকার মঞ্চে যুক্ত হলো আরেকটি নতুন নাটক। ‘দ্য ম্যান আউট সাইড’ শিরোনামের যুদ্ধবিরোধী নাটকটি মঞ্চে এনেছে নাট্যদল অ্যাক্টোম্যানিয়া। বুধবার বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। জার্মান নাট্যকার উলফ গ্যাং বোরচার্ট রচিত, মামুন হক অনূদিত নাটকটির নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের।
নাটক প্রসঙ্গে নির্দেশক তালহা জুবায়ের বলেন, আমরা কেউ ই যুদ্ধ চাই না তা সত্ত্বেও যুদ্ধ আমাদের ওপর চেপে বসে। কিন্তু যুদ্ধ যে শেষ পর্যন্ত মানবতাকে নিষ্পেষণ করে, সভ্যতার গতি প্রবাহকে ব্যাহত করে, মনুষ্যত্বকে অবরুদ্ধ করে সেটা যেমন দেখা এবং দেখানো আমাদের ইচ্ছা, পাশাপাশি যুদ্ধমুক্ত একটা ধরিত্রী গড়ে তোলার প্রত্যাশায় আমাদের এই নাটকের নির্মাণ।
নাটকটির অভিনয়শিল্পীরা হলেন সায়েম সিজান, নওরীন সাজ্জাদ, ফকির বিপ্লব, কামরুজ্জামান তাপু, সাগর বড়ুয়া, অর্ঘমিত্র তরফদার, মার্শিয়া শাওন, নাবিলা আশেক, মার্টিন সাহা, মারজুক হাসান, পারিশা মেহজাবিন, জেরিন স্বপ্না, মঈনুল বাপ্পি, আসিল আমিন, তরু শাহরিয়ার প্রমুখ।