ডিসেম্বর মহান বিজয় দিবসের মাস। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। মহান বিজয় দিবস উপলক্ষে সম্প্রতি প্রকাশ হয়েছে দেশের গান ‘কথা দিয়ে ছিলাম’। জামাল হোসেনের কথায় এতে কণ্ঠ দিয়েছেন লিনু বিল্লাহ। সুর ও সংগীত পরিচালনা করেছেন আশোক পাল। এটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, দেশের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকে এ গানটি লিখেছি। আমাদের এই মহান বিজয়ের গল্প ইতিহাসে লেখা আছে। আমি মনে করি, আমাদের সবারই দেশের জন্য এগিয়ে আসা উচিৎ। দেশের সম্মান রক্ষার জন্য আমাদের এক সঙ্গে কাজ করা প্রয়োজন।
মোহাম্মদ আলী