চলতি সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। নিয়মিতই নতুন নতুন গান প্রকাশ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় আজ প্রকাশ হবে তার ‘জানে শুধু সে’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। আহমেদ রিজভীর কথায় এটির সুর করেছেন মিলন নিজেই। সংগীতপরিচালনা করেছেন মোহাম্মদ রনি হোসাইন। এতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন মাখনুন সুলতানা মাহিমা। ভিডিওটি নির্মিাণ করেছেন সৈকত রেজা। নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হবে। গানটি প্রসঙ্গে মিলন বলেন, শ্রদ্ধেয় রিজভী ভাইয়ের গানের কথামালা বরাবরই অন্যরকম। একজন শিল্পীর কণ্ঠে কি ধরনের কথা মিশে যাবে তিনি খুব ভালো ভাবেই বোঝেন। এ গানটি তিনি সেভাবেই লিখেছেন বলেই জানি। গানের কথা ও সুর কিছুটা হলেও শ্রোতাদের মনে দাগ কাটবে বলে আমি আশা করছি।
মোহাম্মদ আলী