ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

প্রকাশ পেল ‘বরবাদ’ এর ফার্স্ট লুক

প্রকাশিত: ১৬:১৫, ১৮ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৬:২২, ১৮ ডিসেম্বর ২০২৪

প্রকাশ পেল ‘বরবাদ’ এর ফার্স্ট লুক

জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ছবি: সংগৃহীত

আজ রাজধানীতে অনুষ্ঠিত বরবাদ ছবির পোস্টার উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তিনি বলেন, “একসময় বলেছিলাম, আমাদের ছবি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে প্রদর্শিত হয়। এর আগে প্রিয়তমা ছবির ভালোবাসা পেয়েছি, তুফান তুলেছি। তবে বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। খুব শিগগিরই আমাদের ছবিও ১০০ বা ২০০ কোটির ক্লাবে জায়গা করে নেবে।”

মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় কাজ করার প্রসঙ্গে তিনি জানান, “আমি মেহেদীকে বেছে নিইনি, বরং সে-ই আমাকে নিয়েছে। প্রিয়তমা বা অন্যান্য ছবির মতোই আমি নতুনদের সঙ্গে কাজ করতে আগ্রহী। মেহেদী এসে বলল, ছবির গল্প শোনাতে চায়। আমি বললাম, ‘তোমার হাতে মাত্র ১৫ মিনিট, শুধু সংক্ষেপে গল্পের লাইনআপ বলো।’ তখন আমি অন্য একটি কাজে যাচ্ছিলাম। গল্প শোনার পর যেখানে যাওয়ার কথা ছিল, সেখানে ফোন দিয়ে বললাম, ‘আমি একটু দেরি করব।’ এরপর পুরো গল্পটাই শুনে ফেলি।”

অনুষ্ঠানে ছবিটির মোশন পোস্টার উন্মোচন করা হয়। পোস্টারে দেখা যায়, রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির ওপর বসে আছেন শাকিব। তর্জনী ঠোঁটের কাছে এনে তিনি বলছেন, ‘সাইলেন্স’।

উল্লেখ্য, বরবাদ ছবির মাধ্যমে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন শাকিব খান ও ইধিকা পাল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নাহিদা

×