ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

কারিশমা কাপুরের লিপস্টিক কান্ড!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৪:৫৯, ১৮ ডিসেম্বর ২০২৪

কারিশমা কাপুরের  লিপস্টিক কান্ড!

কারিশমা কাপুরের "লিপস্টিক কান্ড"! ভক্তদের হাসির ঝড়

সম্প্রতি রাজ কাপুরের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এক মজার ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। জমকালো অনুষ্ঠানে কারিশমা যখন আসেন, তখন ভক্তরা ও সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। তবে তাদের প্রত্যাশা অনুযায়ী তিনি প্রথমে ছবি তুলতে অস্বীকৃতি জানান।

তারপরই ঘটে সেই মজার ঘটনা। কারিশমা হেসে বলেন, "আরে, আমি তো লিপস্টিকই লাগাইনি!" এই অদ্ভুত ও মজার মন্তব্যে সেখানে উপস্থিত সবার মাঝে হাসির রোল পড়ে যায়।

তবে ভক্তদের আবেগপূর্ণ অনুরোধে তিনি আর না করতে পারেননি। লিপস্টিক ছাড়াই, তার স্বাভাবিক সৌন্দর্য নিয়ে ভক্তদের সাথে হাসিমুখে ছবি তুলেন কারিশমা। তার এই সরলতা ও আন্তরিকতায় মুগ্ধ সবাই।

এই মজার ঘটনাটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, আর কারিশমার "লিপস্টিক কান্ড" হয়ে যায় ভাইরাল। ভক্তরা বলেন, "লিপস্টিক থাকুক আর না থাকুক, কারিশমা সর্বদাই আমাদের প্রিয়।"

বলিউড তারকাদের জীবনে এমন অপ্রত্যাশিত এবং মজার ঘটনা যে ভক্তদের সাথে তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে, এই ঘটনাই তার প্রমাণ।

জাফরান

×