ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

রনবীরের সাথে ভাইরাল ছবি, কি করতেন মাহিরা?

প্রকাশিত: ০৯:৩৯, ১৮ ডিসেম্বর ২০২৪

রনবীরের সাথে ভাইরাল ছবি, কি করতেন মাহিরা?

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান সম্প্রতি তার জীবনের কঠিন সময় নিয়ে কথা বলেছেন। ২০১৭ সালে রণবীর কাপুরের সঙ্গে ধূমপানের একটি ছবি ভাইরাল হলে তিনি মনে করেছিলেন তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।

“ছবিগুলো প্রকাশের পর আমি প্রতিদিন বিছানায় শুয়ে কাঁদতাম। এটি আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনে গভীর প্রভাব ফেলেছিল,” বলেন মাহিরা। তবে তিনি জানান, সেই সময় তার ব্র্যান্ড পার্টনাররা পাশে ছিল।

বিচ্ছেদ, সন্তানের লালন-পালন এবং পেশাগত নিষেধাজ্ঞার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করেও মাহিরা ঘুরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “আমার দর্শকরা সবসময় আমার পাশে ছিল। কঠিন সময়গুলো যেমন দুঃখের, তেমনি শিক্ষণীয়ও ছিল।”

নিজের সংগ্রাম ও শক্তি দিয়ে মাহিরা প্রমাণ করেছেন, প্রতিকূলতা জয় করা সম্ভব।

জাফরান

×