ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাহাতের কনসার্টে শিক্ষার্থীদের বিশেষ ছাড়

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৬, ১৭ ডিসেম্বর ২০২৪

রাহাতের কনসার্টে শিক্ষার্থীদের বিশেষ ছাড়

রাহাত ফতেহ আলী খান

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) কয়েকটি প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থীর উদ্যোগে স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজন হচ্ছে চ্যারিটি কনসার্ট ‘ইকোস অব রেভোল্যুশন’। যাতে বিনা পারিশ্রমিকে গাইবেন পাকিস্তানের শিল্পী রাহাত ফতেহ আলী খান। 
আয়োজকরা আগেই জানালো, এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই চ্যারিটি কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে।
চব্বিশের জুলাই বিপ্লবে সর্বস্তরের জনসাধারণের মধ্যকার শিক্ষার্থীদের ভূমিকার কারণে তাদের প্রতি সম্মান রেখে বিজয় দিবসের প্রথম প্রহর থেকে টিকিট ক্রয়ে শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসে আয়োজকরা জানান, সাধারণত মোট তিনটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে। প্রথমত, ভিআইপি টিকিটের মূল্য ১০ হাজার টাকা।

১৬ ডিসেম্বর বিবেচনায় একই টিকিট শিক্ষার্থীদের জন্য ১৬ শতাংশ ডিসকাউন্ট (৮৪০০ টাকা) দেওয়া হচ্ছে। ফ্রন্ট রো টিকিটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এটি গণঅভ্যুত্থানের বছর ‘২০২৪ সাল’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ২৪ শতাংশ ডিসকাউন্ট (৩৪২০ টাকা) দেওয়া হচ্ছে। তৃতীয়ত, ‘জেনারেল’ টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। এই টিকিট ‘৩৬ জুলাই’ স্মরণে শিক্ষার্থীদের জন্য ৩৬ শতাংশ ডিসকাউন্ট (১৬০০ টাকা) প্রদান করা হচ্ছে।
ছাড়ের সুযোগ পেতে হলে টিকিট ক্রয়ের সময় শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদানকৃত ইনস্টিটিউশনাল ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে (যে সকল শিক্ষার্থীদের ইনস্টিটিউশনাল ই-মেইল নেই, তারা অন্যদের সহযোগিতায় টিকিট কাটতে পারবেন)। ইতোমধ্যে রাজধানী পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বুথ বসানো হয়েছে টিকিট বিক্রির।

×