ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অভিনয়ে নিয়মিত হতে চান নীল হুরেজাহান

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৪, ১৭ ডিসেম্বর ২০২৪

অভিনয়ে নিয়মিত হতে চান নীল হুরেজাহান

নীল হুরেজাহান

নীল হুরেজাহানের একজন নন্দিত উপস্থাপিকা হিসেবেই খ্যাতি। দেশ-বিদেশে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই উপস্থাপনায় অনবদ্য তিনি। তবে মাঝে মাঝে জনপ্রিয় এই উপস্থাপিকাকে অভিনয়েও দেখা যায়। অবশ্য অভিনয়ে তার শুরুটা আফজাল হোসেন ও সুবর্ণা মোস্তফার মতো গুণী দুই শিল্পীর সঙ্গে। তার সে ক্ষেত্রে অভিনয়ের দুনিয়ায় পথচলার প্ল্যাটফর্মটা বেশ শক্তই বলা চলে। মাঝে মাঝে অভিনয়ের দুনিয়ায় এসে নিজের অভিনয় দিয়ে আলো ছড়িয়ে যান নীল হুরেজাহান।

তিনি বলেন, গল্প এবং চরিত্র ভালো হবার পাশাপাশি পুরো টিমওয়ার্কটা যদি ভালো হয়, তাহলে অভিনয়ে নিয়মিত থাকার ইচ্ছে আছে। যে কারণে সামনে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে কিছু ভালো প্র্রজেক্টে কাজ করার পরিকল্পনা চলছে। তবে একজন উপস্থাপিকা হিসেবেই নিজের মধ্যে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস খুঁজে পাই আমি। যখন আমার হাতে মাইক্রোফোন থাকে তখন নিজেকে বেশ প্রাণবন্ত মনে হয়। মনে হয় এই কাজটাই আমি সবচেয়ে বেশি ভালো করতে পারি। বিভিন্ন ধরনের স্টেজ শো (করপোরেট, গভর্মেন্ট) করতে হয় আমাকে।

যখন আমার ওপর পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তখন সফলভাবে তা সম্পন্ন করার পর নিজের মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে। তবে আমার মনে হয় উপস্থাপনা বেশি করি বলেই অভিনয়ে প্রস্তাবটা কম আসে। কিন্তু আমি অভিনয়টা নিয়মিত করতে চাই, ভালো গল্প ও ভালো চরিত্র হবার শর্তে। 
কিছুদিন আগেই যেমন বিঞ্জ-এ প্রকাশ পেল তার অভিনীত ওয়েব ফিল্ম রিয়াদ মাহমুদ পরিচালিত ‘সেকশন ৩০২’। একজন রহস্যময়ী নারীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রচারে আসার পর থেকে বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন তিনি এই রহস্যময়ী নারী চরিত্রে অভিনয়ের জন্য। তবে এর আগে দীপ্ত প্লে’তে প্রকাশিত ওয়েব ফিল্ম ফরহাদ আহমেদ পরিচালিত ‘ক্রিমিনালস’-এ অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছিলেন নীল হুরেজাহান। এই দু’টো ওয়েব ফিল্মের পর অভিনয় নিয়ে একটু সিরিয়াসলি ভাবছেন তিনি। 
নীল হুরেজাহান বর্তমানে নিউজ টোয়েন্টি ফোরের ‘ইটস অ্যামাজিং’, একুশে টিভির ‘রূপলাবণ্য’ ও নাগরিক টিভিতে একটি স্পোর্ট শো’র উপস্থাপনা করছেন। এছাড়া নিয়মিত স্টেজ শো রয়েছেই। শিরোনামহীনের ‘অবেলায় ২’র মডেল হিসেবেও কাজ করেছেন তিনি। শীঘ্রই গানটি প্রকাশ পাবে।

×