মহড়াকক্ষে ‘দ্য ম্যান আউট সাইড’ নাটকের একটি দৃশ্য
মহড়া কক্ষ থেকে ভেসে আসছে নাটকীয় সংলাপ, ‘আজকে আমরা মৃত মানুষের লিস্ট করা নিয়ে ব্যস্ত। একটু আগেও নড়াচড়া মানুষগুলো এখন কত শান্ত, নিশ্চুপ, মৃত। দিনে দিনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। অথচ ব্যাপারটা নিয়ে কেউ ভাবছে না, কণ্ঠ নিস্তব্ধ। আমরা সবাই কেমন যেন চুপ হয়ে যাচ্ছি’। যুদ্ধবিরোধী নাটক ‘দ্য ম্যান আউট সাইড’ মঞ্চে আনছে নাট্যদল এক্টোম্যানিয়া। জার্মান নাট্যকার উলফ গ্যাং বোরচার্ট রচিত, মামুন হক অনুদিত নাটকটির নির্দেশনায় তরুণ নির্দেশক তালহা জুবায়ের। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন নাটক সরণি বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ বুধবার সন্ধ্যা ৭টায়।
‘দ্য ম্যান আউট সাইড’ নাটকটির কাহিনী গড়ে উঠেছে এক যুদ্ধ ফেরত সৈনিকের দৃষ্টিকোণ থেকে যে যুদ্ধের ময়দানে দেখেছে যুদ্ধের বিভীষিকা আর দেশে ফিরে দেখেছে স্বদেশের অসহায়ত্ব। ফলে উভয় ক্ষেত্রে সে দ্য ম্যান আউট সাইড হয়ে রয়েছে যেন যুদ্ধের ক্ষতচিহ্ন হয়ে প্রজন্ম থেকে প্রজন্মে। যুদ্ধের জীবন এবং আত্মপোলব্ধির যুদ্ধবিমুখতার টানাপোড়েনের নাটক ‘দ্য ম্যান আউট সাইড’। জার্মান থেকে বাংলায় নাটকটির অনুবাদ প্রসঙ্গে মামুন হক বলেন, জার্মান জাতি দুই দুটো বিশ্বযুদ্ধ স্বচক্ষে দেখেছে। ফলে জার্মান নাট্যকার তার নাটকে যেভাবে যুদ্ধের অন্তঃসার শূন্যতা ফোটাতে পেরেছেন সেখান থেকেই আমার প্রবল আগ্রহ এবং পরিশ্রমের ফসল এই অনুবাদ সম্পন্ন করা।
নাটকির নির্দেশক তালহা জুবায়ের বলেন, আমরা কেউ ই যুদ্ধ চাই না তা সত্ত্বেও যুদ্ধ আমাদের ওপর চেপে বসে। কিন্তু যুদ্ধ যে শেষ পর্যন্ত মানবতাকে নিষ্পেষণ করে, সভ্যতার গতি প্রবাহকে ব্যাহত করে, মনুষ্যত্বকে অবরুদ্ধ করে সেটা যেমন দেখা এবং দেখানো আমাদের ইচ্ছা, পাশাপাশি যুদ্ধমুক্ত একটা ধরিত্রী গড়ে তোলার প্রত্যাশায় আমাদের এই নাটকের নির্মাণ। এক ঝাঁক তরুণ কিন্তু চৌকষ অভিনেতা-অভিনেত্রীর সর্বোচ্চ প্রচেষ্টার ফসল আজকের উদ্বোধনী মঞ্চায়ন।
নাটকটির অভিনয় শিল্পীরা হলেন সায়েম সিজান, নওরীন সাজ্জাদ, ফকির বিপ্লব, কামরুজ্জামান তাপু, সাগর বড়ুয়া, অর্ঘমিত্র তরফদার, মার্শিয়া শাওন, নাবিলা আশেক, মার্টিন সাহা, মারজুক হাসান, পারিশা মেহজাবিন, জেরিন স্বপ্না, মঈনুল বাপ্পি, আসিল আমিন, তরু শাহরিয়ার প্রমুখ।