সময়টা ২০২৩ সালের ১৪ই অক্টোবর।সেসময় বাংলাদেশে সবচেয়ে বড় বাজেটে মুক্তি পেয়েছিল, ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালনায় মুজিব: একটি জাতির রূপকার’ নামের ছবি।
যে সিনেমাকে মানুষ এখন বলছেন, সবচেয়ে বেশি টাকা অপচয়ে নিজের নাম আর শেখ হাসিনার বাবার নাম ফলাতেই করা হয়েছিল বিগ বাজেটের সেই সিনেমা।
যে সিনেমাতে মূলত তখন দৃশ্যায়িত হয়েছিল, মুজিবের ছোটবেলা থেকে দেশ স্বাধীন এবং মৃত্যু অব্দি প্রেক্ষাপট ।অনেকে বলছেন সিনেমায় অনেক জায়গায় করা হয়েছিল ইতিহাস বিকৃতি,সাথে শেখ হাসিনার মনোরঞ্জনে করা হয়েছে অতিরঞ্জন।
২০২৩ এর ১২ই অক্টোবর আয়োজন করা হয়েছিল,দুটি প্রিমিয়ারের।যেখানে,প্রথমটি হাসিনার জন্য, দ্বিতীয়টি করা হয়েছিল, গণমাধ্যমকর্মী ও বিনোদন অঙ্গনের বিশিষ্টজনদের জন্য।
সেসময় শেখ হাসিনার শো-তে হাজির ছিলেন,মুজিব শিল্পীরাও।হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। ফলে তার মনে উচ্ছ্বাস ছিল কিঞ্চিৎ বেশি। সেই সময়টা নিয়ে ফারিয়া বলেছিলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে সিনেমাটা দেখার সুযোগ হয়েছে। আমি যেখান থেকে দেখছিলাম, তার ঠিক পেছনেই প্রধানমন্ত্রী বসে ছিলেন। তো যে মুহূর্তেই আমি পর্দায় আসছিলাম, চুপিসারে পেছনে তাকিয়ে তাকে দেখছিলাম, তার কী এক্সপ্রেশন।
তিনি তখন আরো বলেছিলেন, ‘এই সিনেমার একটা অংশ হতে পারাই আমার জীবনের অন্যতম বড় অর্জন। বিশেষ করে আমাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে, আমি মনে করি আমি অনেক ভাগ্যবান।
পরে কী হবে জানি না, তবে এর আগে তার (শেখ হাসিনা) চরিত্র কখনও কেউ পর্দায় করেনি। কাজ করার সময় আমার মনে হয়েছিল, আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। তার সরলতা, তার মিষ্টিভাব, তার ইনোসেন্স, পরিবারের প্রতি ভালোবাসা, সব কিছু মিলিয়ে প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে।
সম্প্রতি গেল ৫ আগস্ট ছাত্র জনতার প্রবল গণআন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তার পালিয়ে যাওয়ার পর থেকেই ছাত্র জনতা ফ্যাসিস্টদের দোসরদের উৎখাত করার কথা বলছেন।
নুসরাত ফারিয়ার সেই সময়ের শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য েসম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারো ভাইরাল হয়।অনেকে এই ব্যাপারে করে যাচ্ছেন নানা মন্তব্য।অনেকে তার মুখ থেকে সত্যিটা জানতে চাচ্ছেন। কিন্তু বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি নুসরাত।
ফুয়াদ