ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আল্লুর গ্রেপ্তারের পর আকাশ ছুঁলো পুষ্পা ২: গুঁড়িয়ে দিল অতীতের সব রেকর্ড

প্রকাশিত: ১১:২৬, ১৭ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১১:৩৮, ১৭ ডিসেম্বর ২০২৪

আল্লুর গ্রেপ্তারের পর আকাশ ছুঁলো পুষ্পা ২:  গুঁড়িয়ে দিল অতীতের সব রেকর্ড

গেল ৪ ডিসেম্বর পুষ্পা ২ ছবির প্রিমিয়ার শো-তে ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে নারী ভক্তের মৃত্যুর কারণে সম্প্রতি গ্রেপ্তার হয়েছিলেন আল্লু অর্জুন। আপাতত অন্তর্বর্তী জামিনে মুক্ত তিনি। মামলা আদালতে বিচারাধীন।

 

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের কয়েক ঘণ্টার জেলজীবনই পাল্টে দিল সব হিসাব নিকাশ। আকাশ ছুঁলো  ‌‘পুষ্পা ২’-এর আয়। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে আর গড়ে চলেছেন পুষ্পারাজ। মুক্তির দ্বিতীয় সোমবার বিশ্ব বক্স অফিসে ১৩০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল পুষ্পা ২-দ্য রুল।

বক্স অফিসে সর্বশেষ তথ্যনুসারে, পুষ্পা ২ বক্স অফিসে ১১ দিনের শেষে এখনও পর্যন্ত বিশ্ব বক্স অফিসে ১৩০২.৬০ রুপি সংগ্রহ করেছে। এর জেরে পুষ্পা ২ যশের কেজিএফ চ্যাপ্টার ২-এর আজীবন সংগ্রহকে ছাপিয়ে গেল। ২০২২ সালের অ্যাকশন ড্রামা ফিল্মটির সংগ্রহ ছিল ১২১৫ কোটি রুপি। 

৪০০ কোটির বাজেটে তৈরি পুষ্পা ২ ভারতের বক্স অফিসেও রবিবার পর্যন্ত ৯০২ কোটি টাকা সংগ্রহ করেছে। এটি প্রথম হিন্দি চলচ্চিত্র (পুষ্পা ২-এর হিন্দি ভার্সন) যা দ্বিতীয় সপ্তাহান্তে ১০০ কোটি রুপির বেশি (মোট ১২৮ কোটি) সংগ্রহ করতে সফল হয়েছে। শাহরুখের জওয়ান এবং শ্রদ্ধা-রাজকুমারের স্ত্রী ২-র রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। ভারতীয় মার্কেটে আয়ের নিরিখে এখন দু-নম্বরে এই ছবি। বাহুবলী ২-এর ঠিক পরেই পুষ্পারাজের অবস্থান। 

 

ফুয়াদ

×