ছবিঃ সংগৃহীত
ঢাকায় অনুষ্ঠিত 'সবার আগে বাংলাদেশ' কনসার্টে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতির কারণে নিরাপত্তাজনিত পরিস্থিতি তৈরি হয়। অর্গানাইজাররা বাধ্য হয়ে নির্ধারিত সময়ের আগেই কনসার্টটি বন্ধ ঘোষণা করেন।
এর ফলে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল স্টেজে উপস্থিত থাকলেও শেষ ব্যান্ড হিসেবে পারফর্ম করার সুযোগ পায়নি। ফেসবুক পোস্টের মাধ্যমে আর্টসেল দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, তাদের পারফরম্যান্স না দেখে ফিরে যেতে হয়েছে ভক্তদের।
তবে সবশেষে এই বিপুল জনসমাগম ও সঙ্গীতপ্রেমী মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসকে ইতিবাচক হিসেবে দেখছে ব্যান্ডটি।
আর্টসেল এবং আয়োজকদের পক্ষ থেকে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
জাফরান