ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কেন আর বিয়ে করেননি উপস্থাপক শান্তা জাহান!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:০০, ১৭ ডিসেম্বর ২০২৪

কেন আর বিয়ে করেননি উপস্থাপক শান্তা জাহান!

উপস্থাপক, মডেল ও অভিনেত্রী শান্তা জাহান

শান্তা জাহান। একজন উপস্থাপক, মডেল ও অভিনেত্রী। তবে উপস্থাপক হিসেবেই তিনি সবার কাছে জনপ্রিয়। দেশের প্রথম সারির উপস্থাপিকার মধ্যে শান্তা জাহান অন্যতম। এই পরিচয়টা দিতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। উপস্থাপনার জন্য অনেক পুরস্কার কিংবা সম্মাননাও পেয়েছেন তিনি।

সম্প্রতি ক্যারিয়ারের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন সংবাদ মাধ্যমে

বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

বর্তমানে নিয়মিত কিছু টেলিভশন প্রোগাম ও ইভেন্টের কাজ করছি। কয়েকটি টেলিভিশনে নিয়মিত লাইভ প্রোগ্রাম আছে।  

সংস্কৃতি জগতে ঢুকলেন কীভাবে? এক্ষেত্রে পারিবারিক আবহ কতটা অনুকূল ছিল?

ছোটবেলা থেকেই সাংস্কৃতিক মনের ছিলাম, কিন্তু এভাবে ভাবিনি যে একদম মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি কাজ করা হবে। একটা সময় যখন নিজেকে নিয়ে কিছু করতে হবে, এমন ভাবনা শুরু হলো তখন সংবাদ উপস্থাপক হিসেবে টেলিভিশন চ্যানেলগুলোতে আবেদন করেছিলাম এবং সিলেক্টও হয়েছিলাম। কিন্তু উপস্থাপনা দিয়েই আমার যাত্রা শুরু করেছি। এরপর নিজেই বুঝতে পারলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ভালো করতে পারব। এভাবেই উপস্থাপক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করা।


কাকে দেখে উপস্থাপনায় আসার আগ্রহ হলো? 

সত্যি বলতে প্রথমত কাউকে দেখেই উপস্থাপনায় আগ্রহটা জন্মায়নি। টেলিভশনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বেশি দেখতাম এবং ওই সময়টায় টেলিভশনগুলোতে নওশীন আপু, মুনমুন আপুর উপস্থাপনায় অনুষ্ঠান বেশি হতো। তাদের প্রোগ্রামগুলো খুব ভালো লাগত। ওই দেখাটাকেই আমার শিক্ষা হিসেবে গ্রহণ করেছি।

উপস্থাপনার পাশাপাশি অভিনয়ে নিয়মিত হতে চান কি না?

উপস্থাপনা করছি প্রায় ১২ বছর। এর মাঝে কয়েকটি ধারাবাহিক নাটকেও অভিনয় করা হয়েছে। ২০১২ সালে চ্যানেল নাইনে ‘সোনার বাংলা’ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশনে উপস্থাপনার ক্যারিয়ার শুরু হয়। অন্যদিকে, মাবরুর রশিদ বান্নাহর ‘নাইন অ্যান্ড হাফ’ শিরোনামের টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে পথচলা শুরু হয়।

তোমাকে দেখে কেউ বলে না? যে তোমার ১৮ বছরের একটা ছেলে আছে?

বাচ্চা যখন ছোট থাকে তখন সব বাবা-মায়েরই একটা স্বপ্ন থাকে যে, আমার বাচ্চা কখন বড় হবে। সবাই একটু শকট হয যে আমার এতো বড় একজন সন্তান রয়েছে। অনেকেই হয়ত মনে করে যে বাচ্চা আছে। হযত তো ছোট হবে আর কি?

বাবাকে হারালো সেটা কত বছর হলো?

আজকের আমি হওয়ার পেছনে একটাই রিজন। যে আমার একটা ছেলে আছে। আমার হাজবেন্ড এর সাথে আমার সেপারেশন হয় ২০০৯ শেষের দিকে। ছেলে আমার সাথেই থাকে। আজকে আমি হওয়ার পিছনে মনে হয় আমার ছেলে।  আর আমি কখনো নিজে চাইনি  আমার ছেলেকে রেখে নিজে ভালো থাকতে।

দ্বিতীয় বিয়ে কবে করছেন?

এ পসঙ্গে শান্তাহান বলেন, মানুষের জীবনে পার্টনার খুবই গুরুত্বপূর্ণ। স্বামী হওয়া যতটা না সহজ। বাবা হওয়া তার চাইতে অনেক কঠিন।

×