ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

কার কমেডি একদম ভালো লাগে না ঈশিতার?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২১:০৯, ১৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২২:৩৩, ১৬ ডিসেম্বর ২০২৪

কার কমেডি একদম ভালো লাগে না ঈশিতার?

রোমানা রশিদ ঈশিতার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেওয়া মন্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা। একটি অনুষ্ঠানে উপস্থাপক যখন তার পছন্দের নাট্যশিল্পী সম্পর্কে জানতে চান, তিনি অপূর্ব, তিশা এবং মেহজাবিনের নাম উল্লেখ করেন। তবে, উপস্থাপক যখন মোশারফ করিম সম্পর্কে তার মতামত জানতে চান, তখন তিনি বলেন, "মোশারফ করিম একজন অভিনেতা, কিন্তু আমার কমেডি একদম ভালো লাগে না।"

ঈশিতার এই মন্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ বলছেন, প্রত্যেকের নিজের মত প্রকাশের অধিকার রয়েছে। আবার অনেকে মনে করছেন, একজন জনপ্রিয় অভিনেতার কাজ নিয়ে এমন সরাসরি মন্তব্য করা উচিত হয়নি। মোশারফ করিম, যিনি তার বৈচিত্র্যময় অভিনয়ের জন্য পরিচিত, তাকে শুধু কমেডি অভিনেতা হিসেবে বিবেচনা করা সঠিক নয় বলেও মন্তব্য করেছেন অনেক দর্শক।

জাফরান

×