ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

দশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানল চ্যানেল আই

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৪, ১৬ ডিসেম্বর ২০২৪

দশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানল  চ্যানেল আই

‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না’। লাল সবুজকে বুকে ধারণ করে মহান বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আই আয়োজন করে স্মরণে বরণে বিজয় দিবস অনুষ্ঠানের। দেশের বিভিন্ন প্রান্তের দশ বীর মুক্তিযোদ্ধা- মোহাম্মদ শরিফ জিন্নাহ, বাবুল মগ, মো. সফিউদ্দিন হাওলাদার, মো. রেজাউল করিম ভূঁইয়া, মো. আলি দর্জি, মো. সেকেন্দার আলী, মোহাম্মদ আবদুর রশীদ, আসাদ উল্লাহ, সামসুদ্দিন আহমেদ, মোহাম্মদ লেয়াকত আলী চৌধুরীকে ৫০ হাজার টাকা করে সম্মানী, ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর পর শান্তির প্রতীক পায়রা এবং রঙিন বেলুন ওড়ে আকাশে। অণিমা রায় এবং তার সংগঠন সুর বিহারের শিল্পীরা দেশের গান করেন- দুর্গমগীরি কান্তার মরু দুস্তর... বীর মুক্তিযোদ্ধা শিল্পী লীনু বিল্লাহসহ তরুণ প্রজন্মের শিল্পী তিন্নী এবং বাপ্পীর পরিবেশনায় মেতে ওঠে অনুষ্ঠান। বীর মুক্তিযোদ্ধা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের ফসল আমাদের বিজয়। দেশের বিভিন্ন প্রান্তে এখনো অনেক মুক্তিযোদ্ধা অসহায়ভাবে জীবন যাপন করছেন, তাদেরকে খুঁজে বের করে সহযোগিতা করার প্রয়োজন বোধ করি। আরও বক্তব্য রাখেন, ইমপ্রেস লি. চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক হরুনুর রশীদ।
অনুষ্ঠানে চিত্রশিল্পী মনিরুজ্জামান এবং আবদুল মান্নান তাদের তুলির আঁচড়ে মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলেন। আবৃত্তি করেন শিমুল পারভীন এবং আহসানউল্লাহ তমাল। অনুষ্ঠানের সমাপ্তি হয় ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানের মাধ্যমে।

মোহাম্মদ আলী

×