ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

দক্ষিণী সিনেমার সেরা ১০ আবেদনময়ী নায়িকা

প্রকাশিত: ১৫:১৯, ১৬ ডিসেম্বর ২০২৪

দক্ষিণী সিনেমার সেরা ১০ আবেদনময়ী নায়িকা

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাডু সিনেমা দারুণ উন্নতি সাধন করেছে। আন্তর্জাতিক বাজারে এই অঞ্চলের সিনেমার এখন আলাদা কদর রয়েছে। গল্প, নির্মাণশৈলির সুবাদে তাদের এই অগ্রগতি।

সিনেমার জনপ্রিয়তার পাশাপাশি সাউথ ইন্ডিয়ার নায়ক-নায়িকারাও বেশ জনপ্রিয়তা পেয়েছেন। রূপ আর শরীরী আবেদনে দর্শকদের মনে তারা জায়গা করে নিয়েছেন। আজ জেনে নেওয়া যাক দক্ষিণী সিনেমার সেরা আবেদনময়ী দশ নায়িকার কথা।

রাশমিকা মান্দানা: আত্মপ্রকাশ করেছেন সবে চার বছর। এরই মধ্যে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে গেছেন রাশমিকা। তার মিষ্টি চেহারা, মন কেড়ে নেওয়া হাসিতে দিশেহারা ভক্তরা। গেলো বছরই তিনি ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাতি পেয়েছেন।

সামান্থা আক্কিনেনি: দক্ষিণাঞ্চলের অন্যতম সুন্দরী ও আবেদনময়ী অভিনেত্রী সামান্থা। ২০১০ সালে তিনি অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এরপর রূপ-লাবণ্য আর অভিনয় দক্ষতায় তিনি জনপ্রিয়তার শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছেন। ব্যক্তি জীবনে তিনি অভিনেতা নাগা চৈতন্যের স্ত্রী।

তামান্না ভাটিয়া: মূলত তামিল ও তেলেগু সিনেমায় কাজ করেন তামান্না ভাটিয়া। দুধে আলতা গায়ের রঙ বলতে যা বোঝায়, তামান্না ঠিক তেমনটাই। তার অপূর্ব সৌন্দর্য আর শরীরী আবেদনে কুপোকাত হয়ে যান দর্শকরা। ২০০৫ সাল থেকে তিনি অভিনয় করছেন। ‘বাহুবলী’ সিনেমায় অভিনয় করে তিনি অধিক জনপ্রিয়তা পেয়েছেন।

কাজল আগারওয়াল: দক্ষিণী সিনেমার অন্যতম মিষ্টি ও আবেদনময়ী অভিনেত্রী কাজল। তার চেহারা যেমন মিষ্টি, তেমনই শরীরী আবেদনেও কম যান না। সিনেমার পর্দায় তাকে সাদাসিধে রূপে যেমন দেখা যায়, তেমনি সাহসী রূপেও হাজির হন। সেই সুবাদে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও জনপ্রিয়তা পেয়েছেন। ২০০৪ সালে আত্মপ্রকাশ করার পর তিনি তামিল, তেলেগুর পাশাপাশি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন।

ইলিয়েনা ডি’ক্রুজ: কেবল দক্ষিণী সিনেমাই নয়, পুরো ভারতীয় সিনেমার মধ্যেই অন্যতম আবেদনময়ী অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজ। তার শরীরী আবেদনে শিহরিত হননি, এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। ইলিয়েনা মূলত তেলেগুর ও হিন্দি সিনেমাতে কাজ করেন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি হিন্দি সিনেমা দিয়েই অধিক জনপ্রিয়তা পেয়েছেন। ২০০৬ সাল থেকে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত।

শ্রুতি হাসান: দক্ষিণী সিনেমার বিখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি। নানা কাওরণে তিনি আলোচিত। শোনা যায়, তিনি সার্জারি করে নিজের চেহারা সুন্দর করেছেন। বর্তমানে তিনি দক্ষিণী সিনেমার অন্যতম সুদর্শনা ও আবেদনময়ী অভিনেত্রী। সিনেমার দৃশ্যে তাকে প্রায়শই সাহসী রূপে দেখা যায়। ২০০৯ সাল থেকে তিনি অভিনয় করছেন।

আনুশকা শেঠি: সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী লিখে গুগলে সার্চ দিলে প্রথম দিকেই যার নাম থাকে, তিনি আনুশকা শেঠি। ২০০৫ সাল থেকে অভিনয় করছেন এই সুদর্শনা ও আবেদনময়ী অভিনেত্রী। ‘বাহুবলী’ সিনেমা দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয়তা লাভ করেছেন। অবশ্য তার আগে থেকেই তিনি তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়।

তৃষা কৃষ্ণান: তামিল ও তেলেগু সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। ১৯৯৯ সাল থেকে তিনি কাজ করছেন। বেশ কিছু সফল সিনেমা রয়েছে তার ঝুলিতে। রূপ আর অভিনয় দক্ষতার অনন্য মিশেল রয়েছে তার মধ্যে।

নয়নতারা: সাউথ ইন্ডিয়ান সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন নয়নতারা। সুদর্শনা চেহারা আর অভিনয় দক্ষতার সুবাদে তিনি অধিক জনপ্রিয়। ২০০৩ সাল থেকে তিনি একাধারে তামিল, তেলেগু এবং মালায়লাম সিনেমায় অভিনয় করে যাচ্ছেন।

শ্রিয়া সরন: তেলেগু, তামিল, মালায়লাম ও হিন্দি সিনেমার দারুণ জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন। তিনি তার রূপের জন্য যেমন জনপ্রিয়, তেমনি তার অভিনয় দক্ষতাও প্রশংসিত। ২০১৫ সালের এক জরিপে তিনি দক্ষিণী সিনেমার সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রীর খেতাব পান।

ফুয়াদ

×