ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

দেশের খ্যাতিমান সব শিল্পীরা আজ থাকবেন সার্বজনীন কনসার্টে

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৩:২২, ১৬ ডিসেম্বর ২০২৪

দেশের খ্যাতিমান সব শিল্পীরা আজ  থাকবেন সার্বজনীন কনসার্টে

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে 'সার্বজনীন কনসার্ট' আয়োজন করছে। এই কনসার্টে অংশগ্রহণ করবেন বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এছাড়া, ব্যান্ড দল নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসও পারফর্ম করবেন। 

এই কনসার্টের মাধ্যমে বিএনপি দেশের সংস্কৃতিকে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে চায়। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, 'সবার আগে বাংলাদেশ' একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, যা দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে তরুণ, ছাত্র ও যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। 

কনসার্টটি ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

জাফরান

×